Rohit Sharma

বর্ষসেরা ওয়ান ডে দলে সুযোগ পেলেন কারা

কখনও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স তো কখনও বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া বোলিং। চলতি বছর বাইশ গজে বেশ কিছু চোখ ধাঁধাঁনো পারফরম্যান্স দেখেছে ক্রিকেটবিশ্ব। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই আমরা বেছে নিলাম বর্যসেরা ওয়ান ডে একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৭
Share:
০১ ১২

রোহিত শর্মা: ওপেনিং স্লটে অন্য কারও নাম আসার কোনও প্রশ্নই নেই। ২১ ম্যাচে ৬টি শতরান এবং ৫টি অর্ধশতরান-সহ ১২৯৩ রান করেছেন হিটম্যান। গড় ৭১.৮৩।

০২ ১২

কুইন্টন ডি’কক: শিখর ধবন বা উপুল থরঙ্গা কড়া চ্যালেঞ্জ দিলেও রোহিতের পার্টনার হিসাবে আমরা বেছে নিলাম প্রোটিয়া উইকেট রক্ষককে।

Advertisement
০৩ ১২

বিরাট কোহালি: তিন নম্বরে থাকছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। চলতি বছর ওয়ান ডে-তে বিধ্বংসী ফর্মে থাকা বিরাট ২৬ ম্যাচে করেছেন ১৪৬০ রান। গড় ৭৬.৮৪। তিনিই দলের অধিনায়ক।

০৪ ১২

জো রুট: চার নম্বরে থাকছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৮ ইনিংস চলতি বছর ৯৮৩ রান করেছেন এই ডানহাতি। গড় ৭০.২১।

০৫ ১২

এবি ডে’ভিলিয়ার্স: ফর্মে থাকা এবি যে কতটা বিধ্বংসী, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রায় ৬০ গড় নিয়ে বছর শেষ করা এবি থাকছেন পাঁচ নম্বরে

০৬ ১২

বাবর আজম: পাকিস্তানের এই প্রতিভাবান ব্যাটসম্যানকে আমরা রাখলাম ছ’নম্বরে। চলতি বছর ৪টি শতরান রয়েছে বাবরের। গড় ৬৭.০৮।

০৭ ১২

বেন স্টোকস: সাত নম্বরে ইংল্যান্ডের বিতর্কিত অল রাউন্ডার বেন। সাকিব, ম্যাথুজরা থাকলেও ব্যাটে-বলে ভরসা দিতে আমরা দলে রাখলাম স্টোকসকেই।

০৮ ১২

হাসান আলি: দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের এই ডানহাতি পেসার। ৭৫৯ পয়েন্ট নিয়ে ওয়ান ডে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

০৯ ১২

জসপ্রিত বুমরা: শেষ কয়েকটি সিরিজে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন এই পেসার। পেস ব্যাটারির দায়িত্বে থাকছেন তিনিও।

১০ ১২

রশিদ খান: পরিসংখ্যান দেখলে চলতি বছর এই আফগান স্পিনারের ধারেকাছেও অন্যদের আসা মুশকিল। আমাদের দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন রশিদই।

১১ ১২

কুলদীপ যাদব: ভারতের এই নতুন চায়নাম্যান সেনসেশনকে দলে রাখলাম আমরা। শেষ কয়েকটি ম্যাচে অসাধারণ বল করেছেন তিনি।

১২ ১২

ইমরান তাহির: দলের দ্বাদশ ব্যক্তি দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার তাহির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement