ডার্বিতে দর চড়ছে বাজিরও

বড় ম্যাচ নিয়েও শুরু হয়েছে বাজি ধরা। আইপিএল নিয়ে বাজি ধরার অভিজ্ঞতা আছে শিলিগুড়ির। এ বার তাতে জড়াল ফুটবলও। শুক্রবার থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আলো জ্বালিয়ে প্রস্তুতি শুরু হওয়ার পর থেকেই বাজির দর চড়তে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০২:০৩
Share:

বড় ম্যাচ নিয়েও শুরু হয়েছে বাজি ধরা। আইপিএল নিয়ে বাজি ধরার অভিজ্ঞতা আছে শিলিগুড়ির। এ বার তাতে জড়াল ফুটবলও। শুক্রবার থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আলো জ্বালিয়ে প্রস্তুতি শুরু হওয়ার পর থেকেই বাজির দর চড়তে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। আজ, রবিবার সন্ধ্যেবেলায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কিক অফ হবে ইস্ট-মোহনের ডার্বির। একই দিনে আইপিএলে খেলা রয়েছে নাইটদেরও। শিলিগুড়িতে ডার্বির সৌজন্যে দুই খেলা নিয়েই বাজি ধরা হচ্ছে বলে জানাচ্ছেন অনেকেই।

Advertisement

ব্যবসায়ীদের দাবি, শনিবার রাত পর্যন্ত বাজির দরে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আশেপাশে ঘুরে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে ১ টাকা বাজি ধরলে মিলছে ৫ টাকা। অন্য দিকে মোহনবাগানের হয়ে ১ টাকা ধরলে ১০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এক ব্যবসায়ীর কথায়, ‘‘সাধারণত যে দলের জেতার সম্ভাবনা বেশি থাকে, তার হয়েই বেশি টাকা লাগানো হয়। সে হিসেবে ইস্টবেঙ্গল ফেভারিট এটা বলাই যায়।’’

শুধু শিলিগুড়ি নয় দূরত্ব এড়িয়ে ডার্বি বাজি দর হাঁকাচ্ছে জলপাইগুড়িতেও। ডার্বি হোক বা ভোট যে কোনও বাজির আঁতুড়ঘর জলপাইগুড়ির দিনবাজার। দিনবাজারের দরে ডার্বির বাজিতে জুয়ায় প্রথম দিকে মোহনবাগান এগিয়ে থাকলেও, ম্যাচ কাছে আসতেই বাজিতে এগিয়ে ইস্টবেঙ্গলই৷ পুলিশের একটি সূত্রের খবর, জলপাইগুড়ি শহরেও বেশ কিছু এলাকায় আইপিএল জুয়ার অভিযোগ মিলেছে। খোঁজ নিয়ে সেখানে ডার্বির দর কষাকষি জেনে বিস্মিত হয়েছেন পুলিশ কর্মীরাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন