জিকোকে পাল্টা দিয়ে গোয়ার নিন্দায় ভাইচুং

বেধে গেল জিকো বনাম ভাইচুং ভুটিয়া! প্রসঙ্গ আইএসএলে গোয়ার শাস্তি। যা নিয়ে এ দিন ব্রাজিলীয় কিংবদন্তির সঙ্গে বিবৃতি-পাল্টা বিবৃতির যুদ্ধে জড়িয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুক্রবার আইএসএল কমিটিকে তুলোধনা করে জিকো বলেছিলেন, ‘‘কিচ্ছু বলার নেই। চূড়ান্ত হতাশ করা সিদ্ধান্ত।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০৩:২৯
Share:

বেধে গেল জিকো বনাম ভাইচুং ভুটিয়া!

Advertisement

প্রসঙ্গ আইএসএলে গোয়ার শাস্তি। যা নিয়ে এ দিন ব্রাজিলীয় কিংবদন্তির সঙ্গে বিবৃতি-পাল্টা বিবৃতির যুদ্ধে জড়িয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুক্রবার আইএসএল কমিটিকে তুলোধনা করে জিকো বলেছিলেন, ‘‘কিচ্ছু বলার নেই। চূড়ান্ত হতাশ করা সিদ্ধান্ত।’’ যার পাল্টায় এ দিন ভাইচুং এলানোর পাশে দাঁড়িয়ে তীব্র সমালোচনা করেছেন গোয়ার কর্তাদের।

একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে ভাইচুং বলেছেন, ‘‘ফুটেজই প্রমাণ করছে এলানো কিছু ভুল করেনি। একটা পরিষ্কার ছবি থাকা সব সময়ই ভাল। তার থেকে বোঝা যায় আসলে কী ঘটেছিল!’’ শুক্রবারই আবার জিকো সম্পূর্ণ উল্টো দাবি করেছিলেন। সব কিছুর জন্য এলানোকে দায়ী করে বলেছিলেন, ‘‘এলানোই ডাগআউটে দত্তরাজ সালগাওকরকে মেরেছে। পরে যে ভিডিও দেখানো হয়েছে সেটা জাল। আসল ভিডিও কেন দেখানো হল না? গোয়ার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র।’’

Advertisement

তবে জিকো যতই এলানোকে কাঠগড়ায় তুলুন না কেন, ভাইচুং কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘আমার নিজের মনে হয়, পুরো ঘটনাটা পুলিশের কাছে নিয়ে গিয়ে ঠিক করেননি গোয়ার কর্তারা! মাঠে যে ঘটনা ঘটেছে, সেটা মাঠেই মিটিয়ে নেওয়া উচিত ছিল। শুধু শুধু এফআইআর করে এক জন ফুটবলারকে গ্রেফতার করানোর কোনও যুক্তি ছিল না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘এর ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে একটা খারাপ বার্তা পৌঁছবে গোটা বিশ্বে। কারণ আইএসএলের খবর করতে বিশ্বে নানা প্রান্ত থেকে সাংবাদিকরা এসেছিলেন। নানা দেশ থেকে তারকা ফুটবলাররা খেলতে আসেন। এলানো নিজেও তো বড় তারকা। তাই যেটা ঘটেছে সেটা কাম্য ছিল না।’’

এই ঘটনার জেরে এফসি গোয়াকে বড় শাস্তির মুখেও পড়তে হয়েছে। ২০১৫ আইএসএল ফাইনালে এলানো এবং এফসি গোয়ার কর্তা দত্তরাজ সালগাওকরের ঝামেলাকে কেন্দ্র করেই এই মুহূর্তে অবশ্য শুধু ভাইচুং আর জিকো নন, গোটা ভারতীয় ফুটবল মহলই দু’ভাগ হয়ে গিয়েছে। চলছে নানা জল্পনা। তবে গোয়ার ফুটবল ফেডারেশনের কর্তারা এফসি গোয়ার পাশে দাঁড়িয়েছেন। এমনকী তাঁরা গোয়ার টিমটির শাস্তি কমানোর জন্য সব রকম সাহায্য করতেও প্রস্তুত। সূত্রের খবর, গোয়ার টিমের শাস্তি কমার সম্ভাবনাই প্রবল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন