Cricket

চোট সারিয়ে ফিট ভুবনেশ্বর, টুইট বোর্ডের

এক মাসেরও বেশি কোমরের নীচের মাংসপেশিতে পাওয়া চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ভুবি। খেলতে পারলেন না ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১৯:৪৬
Share:

চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারলেন না ভুবি। ফাইল ছবি।

ভুবনেশ্বর কুমার অবশেষে ফিট। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টুইটের মাধ্যমে তাঁকে ফিট বলে ঘোষণা করল। তিনি চতুর্দেশীয় সিরিজে ভারত এ দলে এলেন। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে তিনি বুধবার থেকে খেলবেন। লক্ষ্যণীয় হল, ওই সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে কিন্তু ভারতের বি দল খেলবে। সেই দলে রাখা হয়নি ভুবিকে।

Advertisement

প্রসঙ্গত, এক মাসেরও বেশি কোমরের নীচের মাংসপেশিতে পাওয়া চোটের জন্য মাঠের বাইরে ২৮ বছর বয়সি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি। ১৭ জুলাই তৃতীয় ম্যাচে তিনি নামেন। সাত ওভারে দেন ৪৯ রান। এবং ওই ম্যাচে খেলেই তাঁর চোট বাড়ে। সেই কারণেই টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে হয়।

এর আগে শ্রীলঙ্কায় নিদাধাস ট্রফিতেও একই কারণে খেলতে পারেননি ভুবি। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টেও খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টের দলে এই চোটের জন্যই তিনি ছিলেন না। জাতীয় নির্বাচকরা গত ১৮ জুলাই প্রথম তিন টেস্টের দলে রাখেননি তাঁকে।

Advertisement

লন্ডনে প্রাথমিক পরীক্ষার পর তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে আসেন রিহ্যাবের জন্য। সেখানে বোর্ডের মেডিকেল টিম তাঁর ওপর নজর রাখছিল। তখন মনে করা হচ্ছিল যে, চার সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু পরে দেখা যায় যে বোলিং শুরু করার জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে, ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে খেলতে পারলেন না তিনি। আগামী মাসে এশিয়া কাপেই সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে ফের দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার সোনা

আরও পড়ুন: 'এশিয়াডে ঘাম ঝরানো ম্যাচের পর কী খেতে পাই দেখুন'​

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন