Sports News

প্রথম তিন টেস্ট থেকে ছিটকেই গেলেন ভুবনেশ্বর?

ওয়ান ডে সিরিজ হারের পর ভারতের সামনে এখন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম তিন টেস্টের জন্য দল বুধবারই ঘোষণা করে দিয়েছেন নির্বাচকরা। সেই দলে রাখা হয়নি ভুবনেশ্বর কুমারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১৬:৪৫
Share:

ভুবনেশ্বর কুমার। ছবি: রয়টার্স।

যাঁর চোট নিয়ে বুধবারই বিস্তর জলঘোলা হয়েছিল। সেই ভুবনেশ্বর কুমার প্রথম তিন টেস্টের জন্য ছিটকেই গেলেন ভারতীয় দল থেকে। যে চোটের জন্য আইপিএল-এ অনেকগুলো ম্যাচ কেলতে পারেননি ভুবনেশ্বর। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজের প্রথম দুটো ম্যাচেও। কিন্তু হঠাৎ করেই তাঁকে একদিন আগে অনুশীলনে নামিয়ে নির্ণায়ক ওয়ান ডে-তে খেলিয়ে দেওয়া হয়। যা নিয়ে টেস্টের দল ঘোষণার পর অনেক বিসিসিআই কর্তাও অভিযোগের আঙুল তোলেন টিম ম্যানেজমেন্টের দিকে।

Advertisement

ওয়ান ডে সিরিজ হারের পর ভারতের সামনে এখন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম তিন টেস্টের জন্য দল বুধবারই ঘোষণা করে দিয়েছেন নির্বাচকরা। সেই দলে রাখা হয়নি ভুবনেশ্বর কুমারকে। তার সঙ্গে প্রেস রিলিজ দিয়ে বিসিসিআই জানায়, ভুবনেশ্বরকে বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে। দ্রুত তাঁকে দলে দেখা যাবে। কিন্তু বৃহস্পতিবার এটা নিশ্চিত হয়ে গিয়েছে প্রথম তিন টেস্টে অন্তত খেলতে পারছেন না তিনি। যদিও ইংল্যান্ডের পরিবেশে ভুবনেশ্বরের মতো ক্রিকেটারের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা জানে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের জন্য এটা একটা বড় ধাক্কা।

বিসিসিআই এক বার্তায় জানিয়েছে, ‘‘তৃতীয় ওডিআই-এ খেলার পর ভুবনেশ্বরের পিঠের চোট বেড়ে গিয়েছে। বিসিসিআই মেডিক্যাল দল তার দিকে লক্ষ্য রাখছে। দ্রুত দলে ফিরবে ভুবনেশ্বর।’’ যদিও শোনা যাচ্ছে প্রথম তিন টেস্টে তিনি খেলতে পারছেন না তা নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রথম তিনটি টেস্ট খেলা হবে এজবাস্টন, লর্ডস ও ট্রেন্ট ব্রীজে। হয়ত দেশে ফিরে যাচ্ছেন তিনি। যদি অগস্টে ফিট হয়ে যান তা হলে আবার ফিরবেন দলে শেষ দুটো টেস্টের জন্য।

Advertisement

শেষ ওয়ান ডে-তে খুব বেশি হলে ১২০ কিলোমিটার বেগে বল করতে পেরেছিলেন। জিততেও পারেনি ভারত। কী ভেবে ভুবনেশ্বরকে শেষ ম্যাচে দলে রাখা হয়েছিল সেটাই এখন ব়ড় প্রশ্ন।

আরও পড়ুন
ধোনির অবসর নিয়ে জল্পনা থামালেন রবি শাস্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন