হুমকি ভুবিকে

ভারতীয় পেস তারকা ভুবনেশ্বর কুমার ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জেলবন্দি এক দুষ্কৃতী ও তাঁর দলবল। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার পিছনে রয়েছে একটি জমির বেচাকেনা নিয়ে বিবাদ। মেরঠের ইনচউলি থানায় এফআইআর করেছেন ভুবনেশ্বরের বাবা কিরণপাল সিংহ।

Advertisement
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০৩:৪২
Share:

ভারতীয় পেস তারকা ভুবনেশ্বর কুমার ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জেলবন্দি এক দুষ্কৃতী ও তাঁর দলবল। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার পিছনে রয়েছে একটি জমির বেচাকেনা নিয়ে বিবাদ। মেরঠের ইনচউলি থানায় এফআইআর করেছেন ভুবনেশ্বরের বাবা কিরণপাল সিংহ। বুলন্দশহরের বাসিন্দা রণবীর সিংহ নামে এক ব্যক্তির কাছ থেকে জমি কিনতে এপ্রিল মাসেই তাঁকে আশি লক্ষ টাকা দেন ভুবনেশ্বররা। কিন্তু রণবীর আপাতত জেলে। তিনি জমি হস্তান্তর তো করেনইনি, টাকাও ফেরত দেননি। উল্টে তারকা পেসার ও তাঁর বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। ভুবনেশ্বর আপাতত ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায়। পুলিশ রণবীর ও তাঁর দলের আরও পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement