Alex Carey

বিগ ব্যাশ লিগে খেলার সুবিধা পাবে অস্ট্রেলিয়া, হুঙ্কার ক্যারের

১৫ জনের যে স্কোয়াড নিয়ে ভারতে এসেছে অস্ট্রেলিয়া, তার মধ্যে নয়জনই বিগ ব্যাশ লিগে অন্তত ১১টি ম্যাচ খেলেছে। স্কোয়াডে থাকা ছয়জন খেলেছেন বিগ ব্যাশের ফাইনাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

বিশাখাপত্তনম শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৬
Share:

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কারে। ছবি টুইটারের সৌজন্যে।

গত দু’মাস ধরে বিগ ব্যাশ লিগে খেলছেন। যার ফলে এই মুহূর্তে কুড়ি ওভারের ফরম্যাটের সঙ্গে ভাল রকম অভ্যস্ত হয়ে উঠেছেন তাঁরা। যা কাজে আসবে ভারতের বিরুদ্ধে সিরিজে। রবিবার থেকে শুরু হওয়া সিরিজের আগে এমনই দাবি করলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তিনি বলেছেন, “ক্রিকেটাররা সদ্য বিগ ব্যাশ লিগ খেলে এসেছে। সবাই টি-টোয়েন্টির মেজাজেই রয়েছে। আমরা তাই দুটো টি-টোয়েন্টি নিয়ে আত্মবিশ্বাসী। এর পর নজর দেব ওয়ানডে সিরিজে। আমরা সবাই সাগ্রহে তাকিয়ে রয়েছি ভারতের বিরুদ্ধে সিরিজের দিকে।”

১৫ জনের যে স্কোয়াড নিয়ে ভারতে এসেছে অস্ট্রেলিয়া, তার মধ্যে ন’জনই বিগ ব্যাশ লিগে অন্তত ১১টি ম্যাচ খেলেছে। স্কোয়াডে থাকা ছ’জন খেলেছেন বিগ ব্যাশের ফাইনাল। যেখানে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে মেলবোর্ন রেনেগেডস ১৩ রানে হারিয়েছিল মেলবোর্ন স্টারসকে। স্বয়ং ফিঞ্চ অবশ্য রানে নেই। এই সফরে অস্ট্রেলিয়ার অধিনায়কের দিকেই তাই থাকছে ক্রিকেটমহলের নজর। ফিঞ্চ নিজেও মেনেছেন যে, তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন।

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন? বিরাট বললেন...​

আরও পড়ুন: ‘৮৩’ সিনেমায় নিজেদের গল্প বলে প্রাপ্তি মাত্র ১৫ লক্ষ টাকা, অসন্তুষ্ট কপিলের বিশ্বজয়ীরা​

ভারতের বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজকে আগামী বছর নিজের দেশে হতে চলা টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। ক্যারে বলেছেন, “পরের বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ। এই দুই ম্যাচকে তাই আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এটা খুব আকর্ষণীয় লড়াই হতে চলেছে। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব।” রবিবার বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ২৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন