বড় ক্লাবের চাই বড় ম্যানেজার: মোরিনহো

চেনা মেজাজেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইনিংস শুরু করলেন জোসে মোরিনহো। রেড ডেভিলসের নতুন কোচের হটসিটে এসেই বলে দিলেন, ‘‘বড় ক্লাব বড় ম্যানেজার ছাড়া চলে না।’’

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০৩:৫৮
Share:

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পরে ভক্তের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন জোসে মোরিনহো। -এএফপি

চেনা মেজাজেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইনিংস শুরু করলেন জোসে মোরিনহো। রেড ডেভিলসের নতুন কোচের হটসিটে এসেই বলে দিলেন, ‘‘বড় ক্লাব বড় ম্যানেজার ছাড়া চলে না।’’ পাশাপাশি মোরিনহো বলে দেন, গত তিন বছর ভুলে যেতে চান। মানে, ম্যাঞ্চেস্টারের গত তিনটে বছর। স্যর অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পরে যখন বিশ্ববিখ্যাত ক্লাবের কোচ ছিলেন ডেভিড মোয়েস এবং লুইস ফান গল।

Advertisement

তিন দিন চুক্তি নিয়ে কথাবার্তার পরে বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টার তাঁকে নতুন কোচ ঘোষণা করেছে। যার পর মোরিনহো বলেন, ‘‘দারুণ লাগছে। কেরিয়ারের ঠিক সময় সুযোগটা এল। ম্যাঞ্চেস্টার ইউনাই়টেড এমন একটা ক্লাব যেখানে আপনাকে তৈরি হয়েই আসতে হবে। আমি খুশি, আমি গর্বিত, সম্মানিত— আমি এখন সব কিছু।’’

২০টা ইংলিশ লিগ খেতাব, ১২টা এফএ কাপ, তিন বারের ইউরোপ সেরা ক্লাবকে ফের পুরনো গর্বের জায়গায় নিয়ে যাওয়ার রোডম্যাপ কী? মোরিনহো বলছেন, ‘‘প্লেয়ারদের যেটা শোনা দরকার সেটা হল, আমি জিততে চাই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমরা এখনকার পরিস্থিতি দু’ভাবে দেখতে পারি। প্রথমটা হল ক্লাবের ফেলে আসা তিন বছর আর দ্বিতীয়টা, ম্যান ইউয়ের ইতিহাস। আমি এর মধ্যে চাইব গত তিন বছর ভুলে যেতে। আমি চাইব এত বড় একটা ক্লাবের ভবিষ্যতের দিকে ফোকাস করতে। যেটা এখন আমার হাতে।’’

Advertisement

এক সময় পর্তুগিজ কোচ বলেছিলেন চেলসিই তাঁর প্রিয় ক্লাব। যেখানে দু’দফা কোচিং করিয়েছেন। তার পরও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার একটা প্রশ্ন উঠছে। মোরিনহোর মেন্টর, ফান গল পারলেন না যে ক্লাবের গৌরব ফেরাতে, পর্তুগিজ কোচ কি পারবেন? মোরিনহো কিন্তু বলছেন ম্যান ইউয়ের সাফল্যের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতেও পিছপা হবেন না। ‘‘আমার আয়ত্বে যা আছে, যা নেই সবটাই দিতে চাই। যাতে যে দিকটায় আমরা উঠতে চাইছি সেটা পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement