Matthew Hayden

কে জিতবে টেস্ট সিরিজ? হেডেনের বাজি ভারত!

ভারতকেই সিরিজ জেতার পথে ফেভারিট বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। তাঁর মতে, ভারতীয় দলে ভারসাম্য অনেক বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:৫১
Share:

কোহালির ভারতই টেস্ট সিরিজ জিতবে, জানালেন হেডেন।

চার টেস্টের সিরিজ এখন ১-১। শেষ দুই টেস্টে কোন দল করবে বাজিমাত? কারা জিতবে টেস্ট সিরিজ? ভারত, নাকি অস্ট্রেলিয়া, কাদের হাতে উঠবে বর্ডার-গাওস্কর ট্রফি? ক্রিকেটমহল অধীর আগ্রহে তাকিয়ে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনের অবশ্য কোনও দ্বিধা নেই। ভারতকেই সিরিজ জেতার পথে ফেভারিট বলে জানিয়েছেন তিনি।

Advertisement

হেডেনের মতে, “মনে হচ্ছে ভারতই জিতবে সিরিজ। কারণ, ভারতীয় দলে অনেক বেশি ভারসাম্য। বোলিংও অনেক বেশি থিতু। স্পিন বিভাগেও গভীরতা বেশি। ঘরের বাইরে জেতা কঠিন। আর ভারতের ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা হচ্ছে না। তবে ভারতেরই জেতা উচিত, সত্যি বলতে ওরাই ফেভারিট। ভারতের দরকার শুধু ভাল জুটি। যা একেবারেই হচ্ছে না।”

ভারতীয় ওপেনাররা দুটো টেস্টের কোনও ইনিংসেই ভরসা জোগাতে পারেননি। লোকেশ রাহুলমুরলী বিজয়, দুই ওপেনারই রানে নেই। এই অবস্থায় নতুন মুখ মায়াঙ্ক আগরওয়ালের অভিষেক হতে পারে মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে। যা শুরু হচ্ছে বুধবার। হেডেন অবশ্য ওপেনারদের রান না পাওয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না।

Advertisement

আরও পড়ুন: সমালোচকদের একহাত নিলেন শাস্ত্রী, লক্ষ্য কি গাওস্কর?

আরও পড়ুন: বক্সিং ডে টেস্টে অশ্বিনকে নিয়ে থাকছে ধোঁয়াশা, অনিশ্চিত জাডেজাও​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন