ল্যাঙ্গারের চিন্তা এখন হ্যান্ডসকম্ব

পার্‌থে সিরিজের দ্বিতীয় টেস্ট জেতার পরে পরবর্তী দুই টেস্টের জন্যও একই দল রেখে দিল অস্ট্রেলিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৩:১০
Share:

পার্‌থে সিরিজের দ্বিতীয় টেস্ট জেতার পরে পরবর্তী দুই টেস্টের জন্যও একই দল রেখে দিল অস্ট্রেলিয়া। কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে প্রশ্ন দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে নিয়ে। তাঁর জায়গায় মিচেল মার্শকে খেলানোর কথা উঠছে। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, ব্যাট করার সময় হ্যান্ডসকম্বের মনঃসংযোগে সমস্যা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যমে ল্যাঙ্গার বলেছেন, ‘‘এই রকম একটা সিরিজে প্রচারের সার্চলাইটটা সব সময় খুব বেশি করে পড়ে। সবাই এই সিরিজ নিয়ে আলোচনা করছে। আমার মনে হয়, এতেও হ্যান্ডসকম্বের মনঃসংযোগ নষ্ট হয়েছে।’’

Advertisement

ল্যাঙ্গার জানাচ্ছেন, ইতিমধ্যেই তাঁর সঙ্গে একদফা কথা হয়েছে হ্যান্ডসকম্বের। ‘‘আমি শুধু একটা ব্যাপার নিয়েই আলোচনা করেছি। জানতে চেয়েছি, তুমি বলটা ঠিক মতো দেখছ কি না,’’ বলেছেন কোচ। ল্যাঙ্গার আরও যোগ করেন, ‘‘মাঝে মাঝে দেখা গিয়েছে, যে বলে ফ্রন্টফুটে এসে খেলা দরকার, সেটা ব্যাকফুটে গিয়ে খেলছে হ্যান্ডসকম্ব। আবার ব্যাকফুটে খেলার বলে ফ্রন্টফুটে চলে আসছে। টেস্ট ক্রিকেটে এটাই সব চেয়ে বড় সমস্যা। পরের বলটা কী ভাবে খেলব, সেটা ঠিক করা।’’ ল্যাঙ্গার বলে দিচ্ছেন, এই বয়সে এসে হ্যান্ডসকম্বের পক্ষে টেকনিক শুধরে নেওয়া সম্ভব নয়। কোচের মন্তব্য, ‘‘হয়তো ও ক্রিজে একটু এগিয়ে-পিছিয়ে দাঁড়াতে পারে। মানসিকতায় বদল আনতে পারে। কিন্তু এর বেশি আর কিছু করা সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন