Shane Warne

ওয়ার্নের তোপ, স্টার্করা প্রথম ছয় ব্যাটসম্যানদের উইকেট নিতে পারে না!

ওয়ার্নের মতে, বিপক্ষের ইনিংসের শুরুতে অজি বোলাররা উইকেট নিতে না পারায় চাপে পড়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। এই সিরিজে ছয় ইনিংসে মাত্র একবারই তিনশো তুলতে পেরেছে টিম পেনের দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:০৫
Share:

অজি পেসারদের পারফরম্যান্সে ক্ষুব্ধ ওয়ার্ন। ফাইল ছবি।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে একহাত নিলেন শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার মনে করছেন, অজি পেসারদের যত ভাল ভাবা হচ্ছে, ততটা প্রতিফলিত হচ্ছে না পারফরম্যান্সে। বিশেষ করে বিপক্ষের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের বিরুদ্ধে মিচেল স্টার্ক, জশ হেজেলউড, প্যাট কামিংসরা তেমন সফল নন।

Advertisement

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ১৩১ রানে হারের পর বর্ডার-গাওস্কর ট্রফিতে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা ওয়ার্ন সাফ বলেছেন, “বিপক্ষের এক থেকে ছয় নম্বর ব্যাটসম্যানের বিরুদ্ধে গত ১০ টেস্টে স্টার্ক নিয়েছেন ১৭ উইকেট। গড় ৪৭। হেজেলউড ৪০ গড়ে নিয়েছেন ১৮ উইকেট। কামিংস ২৩ গড়ে নিয়েছেন ৩০ উইকেট। আর অফস্পিনার নেথান লায়ন ৪৩ গড়ে নিয়েছেন ২৯ উইকেট। তাই টস হেরে প্রথমে বল করতে হলে নতুন বলে অস্ট্রেলিয়ার স্টার্ক ও হেজেলউডের গড় হল ৪৭ ও ৪০। যা একেবারেই যথেষ্ট নয়।”

ওয়ার্নের মতে, বিপক্ষের ইনিংসের শুরুতে অজি বোলাররা উইকেট নিতে না পারায় চাপে পড়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। এই সিরিজে ছয় ইনিংসে মাত্র একবারই তিনশো তুলতে পেরেছে টিম পেনের দল। সেটা পার্‌থে। যখন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৩২৬ রান। ওয়ার্ন বলেছেন, “অজি বোলাররা বিপক্ষ ইনিংস দ্রুত শেষ করে দিলে তবু ব্যাটসম্যানরা তিনশো রান তুলছে। কিন্তু, বিপক্ষ যখন ৩৪৬, ৪৮৮, ৪৮২, ৪৪৩, ৩৮৬-র মতো রান তুলছে তখন মারাত্মক চাপে পড়ে যাচ্ছে ব্যাটসম্যানরা। বিপক্ষ যাতে বড় লিড না পায় এই চাপে পড়ে ভুগছে ব্যাটসম্যানরা।”

Advertisement

আরও পড়ুন: বাবা হলেন রোহিত শর্মা, কন্যাসন্তানের জন্ম দিলেন রীতিকা​

আরও পড়ুন: বিদেশের মাটিতে টেস্ট জয়, সৌরভকে ছুঁলেন ক্যাপ্টেন কোহালি​

সোশ্যাল মিডিয়াতেও অজি বোলাররা সমালোচিত হচ্ছেন। ভারতীয় বোলারদের সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে, সুইং, সিম, রিভার্স সুইং, নিশানা— সব কিছুতেই চলতি সিরিজে অজি পেসাররা পিছিয়ে রয়েছেন। অ্যাডিলেডে প্রথম টেস্টে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন মিচেল স্টার্ক। বলা হচ্ছিল, তাঁর শরীরী ভাষাও ঠিক নেই। পার্‌থে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরানোয় সেই চর্চা বন্ধ হয়েছিল। কিন্তু মেলবোর্ন টেস্টের পর ফের শুরু হয়েছে পেসারদের সমালোচনা। যদিও প্যাট কামিংস অসাধারণ বল করেছেন এই টেস্টে। তিনি নিয়েছেন নয় উইকেট। কিন্তু, অন্য কোনও অজি বোলার দাগ কাটতে পারেননি।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন