Sports News

ফিরছে বরিস, কলম্বিয়াকে সমীহ করেই নামছে ভারত

সোমবার কলম্বিয়ার বিরুদ্ধে একদম ফ্রেশ মুড নিয়েই নামতে চাইছেন তিনি। সঙ্গে দলে বেশ কিছু পরিবর্তন। লাল কার্ডের জন্য প্রথম ম্যাচে খেলতে না পারা রাইটব্যাক বরিস থাংজ্যাম ফিরছেন দলে।

Advertisement

সুচরিতা সেন চৌধুরী

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ২১:১৩
Share:

অনুশীলনে ভারতীয় দল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাগবি গ্রাউন্ডে রবিবার। ছবি: এআইএফএফ।

আরও পড়ুন: প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ত্রুটি শোধরাতে নেমে পড়ল টিম ইন্ডিয়া

Advertisement

সোমবার কলম্বিয়ার বিরুদ্ধে একদম ফ্রেশ মুড নিয়েই নামতে চাইছেন তিনি। সঙ্গে দলে বেশ কিছু পরিবর্তন। লাল কার্ডের জন্য প্রথম ম্যাচে খেলতে না পারা রাইটব্যাক বরিস থাংজ্যাম ফিরছেন দলে। বাইরে যেতে পারেন জিতেন্দ্র সিংহ। সেখানে আসতে পারেন নমিত দেশপাণ্ডে। বাদের তালিকায় নাম লিখিয়ে ফেলতে পারেন অভিজিৎ সরকারও।

রবিবারের অনুশীলনে বেশ চনমনেই দেখাল পুরো দলকে। ইউএসএ ম্যাচ এখন অতীত। রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাগবি গ্রাউন্ডে অনুশীলন ছিল ভারতীয় দলের। জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে অনেকটা দূরে। কিন্তু দারুণ পরিবেশে প্রথমে বল নিয়ে হালকা অনুশীলনই করতে দেখা গেল পুরো দলকে। গোলকিপারদের অবশ্য প্রথম থেকেই কঠিন ট্রেনিংয়ে ঢুকিয়ে দিলেন গোলকিপার কোচ। মাতোস কিন্তু বার বারই ফিরে গেলেন ইউএস ম্যাচে। বলছিলেন, ‘‘দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমাদের অবশ্যই ভুল ছিল। কিন্তু ডান পায়ের ডারকিন যে বাঁ পায়ে অমন একটা শট নিয়ে নেবে তা কে ভেবেছিল! তবে আমাদের গোল করা উচিত ছিল।’’

Advertisement

কলম্বিয়া ম্যাচের আগেে অনুশীলনে ভারতীয় দল। ছবি: এআইএফএফ।

কলম্বিয়ার বিরুদ্ধে হয়তো দুই স্ট্রাইকারে যেতে পারেন মাতোস। অভিজিৎকে যদি প্রথম দলে রেখে দেন তা হলে হয়তো অনিকেতের পাশে তুলে দেওয়া হতে পারে তাঁকে। না হলে আবারও সেই পাঁচ মাঝমাঠই সম্বল। যেখান থেকে বল পাস হলেও সামনে বার বার একা পড়ে যাচ্ছিলেন অনিকেত। কারণ, প্রতিপক্ষ রক্ষণের পুরো নজরটাই থাকছিল একমাত্র অনিকেত যাদবের উপর। যদিও দলের উপর ভরসা রাখছেন মাতোস। বললেন, ‘‘আমার যেমন পেনাল্টি নিয়ে হতাশা রয়েছে তেমনই গোল না করতে না পারা নিয়েও রয়েছে। কিন্তু আমার ছেলেদের মানসিকতা আমি জানি। ওরা লড়াই করতে পারে। ওরা ভাল রেজাল্টের ক্ষমতা রাখে।’’

কলম্বিয়াকে যথেষ্টই সমীহ করছেন মাতোস। ঘানা-কলম্বিয়া ম্যাচ পুরোটা মাঠে বসে দেখতে পারেননি কারণ তার পরেই ভারতের ম্যাচ ছিল। কিন্তু মাতোসের মতে, ‘‘প্রথম ২৫ মিনিট কলম্বিয়াই ভাল খেলেছে। তার মধ্যে দু’গোলও করে ফেলতে পারত দল। কলম্বিয়া গোল হজম করেছে ঠিকই কিন্তু কর্নার থেকে।’’ কলম্বিয়া কোচ অর্ল্যান্ডো রেস্ট্রেপোর মুখে কিন্তু ভারতের বিরুদ্ধে নামার আগের দিন, প্রতিপক্ষের প্রশংসা। বরং ঘানার কাছে হারের পর এই ম্যাচ তাদের জন্যও যে খুব গুরুত্বপূর্ণ। বলছিলেন, ‘‘আগের ম্যাচ এখন অতীত। এখন সামনের দিকে তাকাতে চাই। সামনে ভারত। ওরা বেশ ভাল দল, প্রত্যেকে ভাল খেলছে। কিন্তু আমরা আমাদের সেরাটাই দেব।’’

মাতোস অবশ্য যেতে যেতে বলে গেলেন, ‘‘আশা করছি ভয় কাটিয়েই কলম্বিয়ার বিরুদ্ধে শুরু করবে দল। এটাই আসল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন