হেরে উয়েফাকে তোপ বরুসিয়া ম্যানেজারের

মোনাকোর কাছে হেরে উয়েফার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বরুসিয়া ডর্টমুন্ড ম্যানেজার থোমাস টুখেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:৪২
Share:

পরাজিত: ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ বরুসিয়ার। ছবি: গেটি ইমেজেস।

মোনাকোর কাছে হেরে উয়েফার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বরুসিয়া ডর্টমুন্ড ম্যানেজার থোমাস টুখেল।

Advertisement

ভয়াবহ বিস্ফোরণের আতঙ্ক কাটিয়ে বুধবার রাতে ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্ক স্টেডিয়ামে নেমেছিল বরুসিয়া। বিস্ফোরণে আহত মার্ক বার্ত্রা চার সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে মোনাকোর কাছে ২-৩ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই ছিটকে যাওয়ার মুখে তারা।

ম্যাচের পরেই বরুসিয়া ম্যানেজার অভিযোগ করেন, বিস্ফোরণের পরে চব্বিশ ঘণ্টার কম সময়ে তাঁদের খেলতে বাধ্য করেছে উয়েফা। থোমাস বলেছেন, ‘‘ম্যাচের নতুন সূচি উয়েফা শুধু মাত্র টেক্সট মেসেজ করে আমাদের জানিয়েছিল।’’ ক্ষুব্ধ বরুসিয়া ম্যানেজার আরও বলেছেন, ‘‘আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই উয়েফা জানতে চেয়েছিল, আমরা খেলার জন্য তৈরি কি না। সেই সময় আতঙ্কে আমরা রীতিমতো অসহায়। বোঝার চেষ্টা করছিলাম, কেন আমাদের উপর আক্রমণ হল। কিন্তু উয়েফার আচরণে মনে হচ্ছিল, আমরাই যেন নিজেদের টিম বাসে হামলা করেছি! এটা অত্যন্ত দুঃখজনক। যা আমরা কখনও ভুলতে পারব না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘উয়েফার প্রধান লক্ষ্যই ছিল যে ভাবেই হোক ম্যাচটা শেষ করা। আমরাও এগিয়ে যাওয়ার পক্ষে। কিন্তু আমাদের তখন খেলার মতো মানসিক অবস্থা ছিল না। তা ছাড়া প্রত্যেক ফুটবলারের অধিকার রয়েছে খেলবে কি না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু ওদের সেই সুযোগটাই দেওয়া হয়নি।’’

Advertisement

বরুসিয়া ম্যানেজারের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে উয়েফা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ঘটনার পরে দু’টো দলের সঙ্গেই আমাদের যোগাযোগ ছিল। ম্যাচ খেলতে কোনও দলই আপত্তি জানায়নি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement