শারজায় তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র আটত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট ফেলে দিয়েও ক্রেগ ব্রেথওয়েটের লড়াইয়ের সামনে আটকে গেল পাকিস্তান বোলিং। ২০৬ বলের জেদী ইনিংসে দিনের শেষে সেঞ্চুরির ম্যাজিক সংখ্যা থেকে মাত্র পাঁচ রান দূরে দাঁড়িয়ে ক্যারিবিয়ান ওপেনার। যাঁর সঙ্গে ৬ রান করে ক্রিজে আছেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। ছ’উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৪৪। প্রথম ইনিংসে পাকিস্তানের থেকে ৩৭ রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা। আগের রাতের স্কোরে ২৬ রান যোগ করে সকালে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৮১ রানে। ৪-৭৭ নেন দেবেন্দ্র বিশু। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল পর পর লিয়ন জনসন, ব্র্যাভো ও মার্লন স্যামুয়েলসকে হারিয়ে। মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজের পাশে ইয়াসির শাহের স্পিন খেলতে গিয়ে বাকিরা নাস্তানাবুদ হলেও এক দিকে অবিচল ছিলেন ব্রেথওয়েট। যিনি রস্টন চেজ (৫০) ও শেন ডওরিচের (৪৭) সঙ্গে পর পর দু’টি ৮৩ রানের পার্টনারশিপ তৈরি করে টিমকে লড়াইয়ে রাখলেন। এবং বললেন, ‘‘কাল ৯৫ থেকে শুরু করার সময় মোটেই নার্ভাস থাকব না।’’ সেঞ্চুরিটা ফস্কাতে নারাজ, পরিষ্কার বক্তব্য তাঁর।