আগামী ফেব্রুয়ারিতেই অবসর: ম্যাককলাম

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেবেন তিনি। মঙ্গলবার এ কথা জানান দাপুটে কিউয়ি ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককলাম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ১০:৫২
Share:

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেবেন তিনি। মঙ্গলবার এ কথা জানান দাপুটে কিউয়ি ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককলাম। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে তাঁর থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেল। আগামী বছরের ২০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে অজিদের বিরুদ্ধে তাঁর ক্রিকেট জীবনের ১০১তম টেস্ট ম্যাচ খেলে অবসর নেবেন। তিনি বলেন, “দেশের হয়ে খেলার সুযোগটা যেমন উপভোগ করেছি, ঠিক তেমনই অধিনায়কের ভূমিকাটাও। তবে সব ভাল জিনিসেরই এক দিন শেষ হওয়ার পালা আসে। তবে দেশের হয়ে খেলার অভিজ্ঞতা অতুলনীয়।”

Advertisement

এখনও পর্যন্ত ম্যাককলাম দেশের হয়ে ৯৯টি টেস্ট খেলেছেন। রান করেছেন ৬,২৭৩। শতরান করেছেন ৯টি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসাবে ট্রিপল সেঞ্চুরিরও মালিক তিনি।

২০১৩-য় টেস্ট ও একদিনের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পান ম্যাককলাম। তাঁকে দায়িত্ব দেওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেটে বিতর্কের ঝড় বয়ে যায়। কিন্তু সেই বিতর্কে ইতি টানেন ম্যাকলাম নিজেই, তাঁর পারফরম্যান্সের মাধ্যমে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন