Virat Kohli

Virat Kohli: কোহলী অধিনায়কত্ব ছাড়ায় অবাক লারা, আরসিবি-র ভাল খেলা নিয়ে আশঙ্কায় গম্ভীর

লারার মতে, কোহলী দারুণ ভাবে ভারতের নেতৃত্ব দিয়েছেন। গম্ভীর মনে করছেন, আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরুর দিন কোহলী এই সিদ্ধান্ত নাও জানাতে পারতেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৮
Share:

বিরাট কোহলী। ফাইল ছবি।

বিরাট কোহলী ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। এই ঘোষণা করার কিছু দিনের মধ্যে রবিবার জানিয়ে দিয়েছেন, সামনের মরসুম থেকে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও তিনি আর করবেন না। কোহলীর এই সিদ্ধান্তে হতবাক ব্রায়ান লারা। গৌতম গম্ভীরের আশঙ্কা, আরসিবি-র এ বারের খেলায় এর প্রভাব পড়তে পারে।

Advertisement

লারা বলেন, ‘‘কোহলীর এই সিদ্ধান্তে আমি অবাক হয়ে গিয়েছি। ও দারুণ ভাবে ভারতের নেতৃত্ব দিয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সব বড় দলের বিরুদ্ধে খেলেছে, তাদের সবাইকে হারিয়েছে। তা ছাড়া অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে এটাই ওর প্রথম বিশ্বকাপ হতে চলেছে। তাই সত্যিই অবাক হয়েছি। তবে এটাও সত্যি, ওর উপর যে চাপ পড়ছে, তাতে হয়ত এই দায়িত্ব ছেড়ে টেস্ট এবং একদিনের ক্রিকেটে বেশি মন দিতে চেয়েছে। সে দিক থেকে এটা হয়ত ভাল সিদ্ধান্ত।’’

নিজের উদাহরণ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘আমারও একই সমস্যা হয়েছিল। আমি তো দু’ বার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম। মাঝে মাঝে গোটা ব্যাপারটা সত্যিই খুব চাপের হয়ে যায়।’’

Advertisement

লারা মনে করছেন, শুধু ব্যক্তিগত কারণে কোহলী এই সিদ্ধান্ত নিয়েছেন, তা নয়। তিনি বলেন, ‘‘ওর সঙ্গে তো আমার কথা হয়নি। তবে মনে হয় না, শুধু ব্যক্তিগত জায়গা থেকে ও এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেটের যাতে ভাল হয়, সেই জন্যই ও এই সিদ্ধান্ত নিয়েছে।’’

গম্ভীর মনে করছেন, আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার দিন কোহলী এই সিদ্ধান্ত নাও জানাতে পারতেন। তাঁর মতে, এখন গোটা দলের উপর বাড়তি চাপ পড়বে, দলের ছন্দ নষ্ট হয়ে যেতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘ঠিক দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হওয়ার মুখে কোহলীর এই সিদ্ধান্তে একটু অবাকই হয়েছি। প্রতিযোগিতা শেষ হলে এই সিদ্ধান্ত জানানো উচিত ছিল। এখন দলের ছন্দ নষ্ট হবে। ক্রিকেটাররা আবেগপ্রবণ হয়ে পড়বে। এ বার আরসিবি খুব ভাল জায়গায় আছে। তা হলে শুধু শুধু বাড়তি চাপ তৈরি করা হল কেন? এখন ওদের ক্রিকেটাররা ভাববে কোহলীর জন্য ওদের ট্রফি জিততেই হবে। তাই আইপিএল শেষ হলে এই সিদ্ধান্ত জানানো উচিত ছিল।’’

তবে গম্ভীর মনে করছেন, কোহলীর আরসিবি-র অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি অত্যন্ত সাহসী। তিনি বলেন, ‘‘দায়িত্ব ছেড়ে দেওয়া, অবসর নেওয়া, এগুলো একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা কেউ কারও উপর চাপিয়ে দিতে পারে না। এগুলো ভিতর থেকে আসে। এটা কোহলীর খুব সাহসী সিদ্ধান্ত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন