টুকরো খবর

ড্যানিয়েল ভেত্তোরির পর কাইল মিলস। বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্রিকেট বুট তুলে রাখলেন নিউজিল্যান্ডের আর এক তারকা। ছত্রিশ বছরের পেসার এ দিন নিজের অবসর ঘোষণা করে দিলেন। পাশাপাশি বললেন, ‘‘গত চোদ্দো বছর ক্রিকেটই ছিল জীবন। নিউজিল্যান্ডের হয়ে এত দিন খেলতে পারা বিরাট সম্মানের।

Advertisement
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০৩:২৬
Share:

অবসর নিলেন মিলস

Advertisement

নিজস্ব প্রতিবেদন

ড্যানিয়েল ভেত্তোরির পর কাইল মিলস। বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্রিকেট বুট তুলে রাখলেন নিউজিল্যান্ডের আর এক তারকা। ছত্রিশ বছরের পেসার এ দিন নিজের অবসর ঘোষণা করে দিলেন। পাশাপাশি বললেন, ‘‘গত চোদ্দো বছর ক্রিকেটই ছিল জীবন। নিউজিল্যান্ডের হয়ে এত দিন খেলতে পারা বিরাট সম্মানের। ক্রিকেটকে খুব মিস করব। তবে এ বার পরিবারকে সময় দিতে চাই।’’ এক দিনের ক্রিকেটে ভেত্তোরির (২৯৭) পরেই নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট তাঁর ঝুলিতে। ১৭০টি এক দিনের ম্যাচে মিলসের উইকেটের সংখ্যা ২৪০। দেশের হয়ে ১৯টি টেস্ট এবং বিয়াল্লিশটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেন তিনি। গত বছর বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্বও দিয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপ রানার্সদের কোচ মাইক হেসনের কথায়, ‘‘কাইল শুধু অসাধারণ ক্রিকেটার নয়। এর সঙ্গে ওর নেতৃত্ব দেওয়ার একটা স্বাভাবিক ক্ষমতাও আছে। মাঠের বাইরেও অসাধারণ মানুষ। কাইলের অভাব আমরা টের পাব।’’প্রসঙ্গত, এ বারের বিশ্বকাপে সহ আয়োজক দেশ অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যায় নিউজিল্যান্ড।

Advertisement

বাইশ গজ থেকে এ বার ফানপার্কে

নিজস্ব প্রতিবেদন

বিরাট কোহলির দুরন্ত সব শট, ক্রিস গেইলের ব্যাটিং ঝড়, ব্রেন্ডন ম্যাকালামের বিশাল ছক্কা বা যুবরাজ সিংহের প্রত্যাবর্তনের লাড়াই। ক্রিকেট পাগল দেখার অপেক্ষায় বসে আছেন অনেক কিছুই। আর মাত্র সাতটা দিনের প্রতীক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টির সেরা যুদ্ধ। আইপিএল। তবে এ বার মাঠের টিকিট জোগাড় করতে না পারলেও কুছ পরোয়া নেই! ভারতীয় বোডের্র সঙ্গে আলোচনা করহে আইপিএল কর্তৃপক্ষ এই মরসুম থেকে চালু করছেন ফ্যানপার্ক। অনেকটা বিশ্বকাপ ফুটবলে যে রকম থাকে আর কি! অষ্টম আইপিএলে সেই চিন্তাটাই আমদানি করা হয়েছে ক্রিকেট নেশাড়ুদের আরও বেশি করে টুর্নামেন্টে বুঁদ করতে। ঠিক হয়েছে, আইপিএলের বারোটি কেন্দ্র বাদেও দেশের আরও পনেরোটি শহরে বসানো হবে জায়ান্ট স্ক্রিন। এমন জায়গায় যেখানে অন্তত দশ হাজার মানুষ বসে খেলা দেখতে পারবেন।

প্র্যাকটিসে চোট পেলেন বলবন্ত

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

চোট-আঘাত সমস্যা যেন কিছুতেই পিছন ছাড়ছে না মোহনবাগান কোচ সঞ্জয় সেনের। বুধবার প্র্যাকটিসে মাথায় চোট পান বলবন্ত সিংহ। ফর্মে থাকা বলবন্তের চোট নতুন করে চিন্তা বাড়াল সঞ্জয়ের। এ দিন প্র্যাকটিস ম্যাচ খেলার সময় আনোয়ারের সঙ্গে সংঘাতে ভ্রু-র উপর মারাত্মক চোট পান বলবন্ত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একটি সেলাইও পড়ে। দু’দিন বাদে সালগাওকরের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার আগেই বলবন্তের এই চোট। তবে ডেরেক পেরেরার টিমের বিরুদ্ধে বলবন্তের খেলার ব্যাপারে আশাবাদী সঞ্জয়। বললেন, ‘‘মনে হয় না সালগাওকরের বিরুদ্ধে বলবন্তের খেলতে কোনও সমস্যা হবে। তবে এটা ঘটনা, টিমে চোট-আঘাত সমস্যা মাঝে মাঝেই মারাত্মক আকার নিচ্ছে। তবে ফুটবলে এটা মেনে নিয়েই এগোতে হয়। আমার ছেলেরা এখনও নিরাশ করেনি।’’ এই মুহূর্তে আই লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে বাগান। স্বভাবতই শুক্রবার টিমের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া সনি-বোয়ারা। তাঁরা বলেও দিচ্ছেন, ‘‘সালগাওকরকে হারাতে পারলে চ্যাম্পিয়নশিপের আরও কাছে চলে যাব আমরা। তবে বলবন্ত খেললে আমাদের সুবিধে হবে। ও ভাল ছন্দে রয়েছে।’’ বলবন্তের চোটের মাঝেই অবশ্য ভাল খবর বাগানে। চোট সারিয়ে ধনচন্দ্র সম্ভবত সালগাওকরের বিরুদ্ধে দলে ফিরছেন। এ দিন পুরো প্র্যাকটিস করেন। তাঁর কোনও সমস্যা হচ্ছে না বলেই জানালেন। সঞ্জয় অবশ্য বৃহস্পতিবার তাঁকে প্র্যাকটিসে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

হাফিজের পরীক্ষা

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত তিনি। তবে পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজ নিজের অ্যাকশনের ত্রুটি মেরামত করতে পরিশ্রম করার পর এ বার আইসিসি-র কাছে পরীক্ষা দিতে তৈরি। পাকিস্তান বোর্ডের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার চেন্নাইয়ের আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে নিজের সংশোধিত অ্যাকশনের পরীক্ষা দেবেন হাফিজ। গত বছর দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন হাফিজের অ্যাকশন নিয়ে আপত্তি উঠেছিল। পাক বোর্ড জানিয়েছে, তার পর থেকে নিজের অ্যাকশন শোধরাতে খেটেছেন ও পরীক্ষায় পাশ করতে আত্মবিশ্বাসী।

সানিয়ারা শেষ চারে

আরও একটা খেতাবের দিকে এগোচ্ছেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস। গত মাসে পারিবাস ওপেন জয়ী ইন্দো-সুইস জুটি এ বার মায়ামি ওপেনেও পৌঁছে গেল সেমিফাইনালে। টুনার্মেন্টের শীর্ষ বাছাই সানিয়া-মার্টিনা কোয়র্টার ফাইনালে ৬-৩, ৬-৪ হারালেন দুই বোন আনাস্তাসিয়া ও আরিনা রডিনোভার জুটিকে। সানিয়া-মার্টিনা জুটি এই মুহূর্তে মেয়েদের ডাবলসের সবচেয়ে চচির্ত জুটি। এবং দুই সুন্দরীকে নিয়ে তোলপাড় যে ন‌্যায্য কারণেই হচ্ছে, সেটা প্রমাণ করে ইন্ডিয়ান ওয়েলসে প্রথমবার একসঙ্গে খেলতে নেমেই ট্রফি জিতে নিয়েছেন সানিয়ারা। যাঁদের সামনে মায়ামির সেমিফাইনালে টুনার্মেন্টের সপ্তম বাছাই জুটি, হাঙ্গারির টিমিয়া বাবোস এবং ফ্রান্সের ক্রিস্টিনা।

কাউন্টিতে পূজারা

আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি নিলামে তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি তো কী! কাউন্টি খেলতে ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন চেতেশ্বর পূজারা। খেলবেন ইয়র্কশায়ারের হয়ে। যে কাউন্টিতে প্রথম বিদেশি হিসাবে খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সচিনের পর পূজারাই ইয়র্কশায়ারের দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার। মোটামুটি আইপিএলের সময়েই তিনি কাউন্টি দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনিস খানের জায়গায়। পাকিস্তানের হয়ে বাংলাদেশ সফর করবেন ইউনিস। তাঁকে পাওয়া যাবে না জেনে ইয়র্কশায়ার কর্তারা অবিলম্বে পূজারাকে সই করান।

এগোলেন সাইনা, শ্রীকান্ত

মালয়েশিয়া ওপেনে দুরন্ত ফর্মে সাইনা নেহওয়াল ও কিদাম্বি শ্রীকান্ত। বিশ্বের এক নম্বর সাইনা কুয়ালা লামপুরে প্রথম রাউন্ডে ২১-১৩, ২১-১৬ হারালেন ইন্দোনেশিয়ার মারিয়া ফেবে কুসুমাস্তুতিকে। বিশ্বের চার নম্বর শ্রীকান্ত ইংল্যান্ডের রাজীব ঔসেফের বাধা পেরোলেন ২১-১০, ১৫-২১, ২৪-২২। এ বার দ্বিতীয় রাউন্ডে সাইনার সামনে চিনের কোয়ালিফায়ার ইয়াও ঝু। শ্রীকান্তের প্রতিপক্ষও চিনা। বিশ্বের ষোলো নম্বর, তিয়ান হউওয়েই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement