টুকরো খবর

এবি ডে’ভিলিয়ার্সের ৪৫ বলে ৫৭, সরফরাজ খানের ২১ বলে অপরাজিত ৪৫ কিছুই কাজে এল না। আইপিএল সাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার ২০০-৭ তুললেন বিরাট কোহলিরা। তবু বুধবার ঘরের মাঠে হতাশ হতে হল তাঁর টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। খলনায়ক সেই বৃষ্টি।

Advertisement
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০২:৪০
Share:

বিরাটরা টপকে গেলেন নাইটদের

Advertisement

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

এবি ডে’ভিলিয়ার্সের ৪৫ বলে ৫৭, সরফরাজ খানের ২১ বলে অপরাজিত ৪৫ কিছুই কাজে এল না। আইপিএল সাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার ২০০-৭ তুললেন বিরাট কোহলিরা। তবু বুধবার ঘরের মাঠে হতাশ হতে হল তাঁর টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। খলনায়ক সেই বৃষ্টি। যার দাপটে রাজস্থান ব্যাট করতে নামতেই পারল না। অবশ্য পয়েন্ট ভাগাভাগি হলেও টেবলে তিনে উঠে এস আরসিবি। সাত ম্যাচে কোহলিদের পয়েন্ট সাত। জয় তিনটি। নাইট রাইডার্সের পয়েন্টও সাত ম্যাচে সাত। তবে রান রেটে পিছিয়ে গম্ভীররা নেমে গেলেন চারে। প্রথম দুইয়ে যথাক্রমে সিএসকে (৭ ম্যাচে ১২) ও রাজস্থান রয়্যালস (৯ ম্যাচে ১২)।

Advertisement

অঙ্কিত স্মরণে

প্রয়াত তরুণ ক্রিকেটার অঙ্কিত কেশরীর স্মরণসভা হল এ দিন, ইস্টবেঙ্গল ক্লাবে। যেখানে উপস্থিত ছিলেন সিএবির যুগ্ম-সচিব সুবীর গঙ্গোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, সৌরভ মণ্ডল-সহ ইস্টবেঙ্গল ক্রিকেট টিম, যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং লাল-হলুদ কর্তারা। অঙ্কিতের বাবাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইস্টবেঙ্গল জানাল, প্রয়াত ক্রিকেটারের পরিবারকে তারা পাঁচ লক্ষ টাকা দিচ্ছে। ক্লাবের সব ক্রিকেটার নিজেরা আরও দেড় লক্ষ টাকা তুলে দেন কেশরী পরিবারের জন্য।

প্লে-অফ পেল না ইডেন

আইপিএলের তিনটে প্লে-অফের একটাও পাচ্ছে না ইডেন। দুটো প্লে-অফের কেন্দ্র ঠিক হয়ে গেলেও একটা ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল। এ দিন সেই ম্যাচ দিয়ে দেওয়া হল রাঁচিকে। আইপিএল ফাইনাল হচ্ছে ইডেনেই, আগামী ২৪ মে। প্লে-অফের দিনগুলি ১৯ মে (ওয়াংখেড়ে), ২০ মে (পুণে) এবং ২২ মে (রাঁচি)।

সাকিবদের পাল্টা পাকিস্তানের

চার ম্যাচ পর উপস্থিতি টের পাওয়ালেন মহম্মদ হাফিজরা। সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে যে টিমটা খেলছে তার নাম যে পাকিস্তান, বুঝিয়ে দিলেন। খুলনায় প্রথম টেস্টের প্রথম দিনটা তাই বাংলাদেশের হলেও হাফিজের সেঞ্চুরির জোরে দ্বিতীয় দিন দাপট দেখাল পাকিস্তান। প্রথম দিনের শেষে ২৩৬-৪ থাকা বাংলাদেশ দ্বিতীয় দিন থেমে গেল ৩৩২-এ। তাদের শেষ পাঁচ উইকেট পড়ল ২৭ রানে। তার পিছনেও হাফিজের অবদান আছে। এর পর ব্যাট হাতে নেমেও দাপট দেখান হাফিজ। প্রথম চার ইনিংসে মাত্র ৩৪ রান করা পাক অলরাউন্ডার অষ্টম টেস্ট সেঞ্চুরিটা (১৩৭ ব্যাটিং) সেরে ফেলেন। একই সঙ্গে টানা তিন টেস্টে সেঞ্চুরি করা জাহির আব্বাস, মুদসসর নজর, শোয়েব মহম্মদ, মহম্মদ ইউসুফ ও ইউনিস খানদের মতো প্রাক্তন পাক ক্রিকেটারদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন হাফিজ। দিনের শেষে তারা ২২৭-১।

রঞ্জি নিয়ে সুপারিশ

ড্র নয়। রঞ্জি ট্রফিতে আরও বেশি ম্যাচে ফলাফল হোক। চাইছে বোর্ডের টেকনিক্যাল কমিটি। তাই রঞ্জির চার আর পাঁচ দিনের ম্যাচে সর্বোচ্চ ওভারের সংখ্যা বাড়ানোর প্রস্তাব এসেছে। সঙ্গে পয়েন্ট ফর্ম্যাটেও বদল আনতে চাইছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি। রঞ্জিতে এখন দিনে ৯০ ওভার বল করা যায়। সেটা বাড়িয়ে ৯৫ ওভার করতে চাইছেন কুম্বলেরা। আর এখন যেমন প্রথম ইনিংসে লিড থাকা দল ম্যাচ ড্র হলে তিন পয়েন্ট পায় সেটাও কমিয়ে এক পয়েন্ট করা হোক এমনই সুপারিশ তাঁদের। ২৬ এপ্রিল ওয়ার্কিং কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। বোর্ডের গভর্নিং বডি পরের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথা বলেছেন কুম্বলেদের।

হারিকার রুপো

মেয়েদের বিশ্ব টিম দাবা চ্যাম্পিয়নশিপে জোড়া সাফল্য ভারতের। দুরন্ত ব্যক্তিগত পারফরম্যান্সে টিম চতুর্থ স্থান পেলেও ডি হারিকা ও কনেরু হাম্পি যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতলেন। এক পয়েন্টের জন্য চিনের কাছে ব্রোঞ্জ হাতছাড়া হয় ভারতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement