সিরিজ মিসবাদের
শেষটা ভাল হল না বাংলাদেশের। ওয়ান ডে, টি টোয়েন্টিতে দাপট দেখালেও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে মুখ থুবড়ে পড়লেন মুশফিকুররা। দ্বিতীয় টেস্টে শনিবার ৩২৮ রানের বিরাট ব্যবধানের হারে সিরিজও ০-১ হাতছাড়া হল বাংলাদেশের। জয়ের জন্য ৫৫০ রানের টার্গেট রেখেছিলেন মিসবারা। এ দিন ৬৩-১ নিয়ে নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ২২১ রানে। শাহদত চোটের জন্য ব্যাট করেননি। ফলে এ দিন বাংলাদেশের বাকি আট উইকেট টি-এর আগেই পড়ে যায়। যার মধ্যে ছ’উইকেট চলে যায় মাত্র ৫৭ রানে। মোমিনুল হকের ৬৮ ছাড়া দ্বিতীয় ইনিংসে তাদের বাকি কোনও ব্যাটসম্যান হাফসেঞ্চুরিও করতে পারেননি।
চারে সানরাইজার্স
শেষ ওভারে জেতার জন্য তুলতে হত ১৬ রান। বোলার ইশান্ত শর্মা। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলসের কেদার যাদব (৩৪ বলে ৬৩ ন.আ) আর সৌরভ তিওয়ারি (২৫ বলে ২৬ ন.আ) ৯ রানের বেশি তুলতে পারলেন না। সানরাইজার্স হায়দরাবাদের ১৬৩-৪ তাড়া করতে নেমে দিল্লি থেমে গেল ১৫৭-৪। ছ’ রানে হার। তার আগে সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ রান করেন মোজেস এনরিকেস (৪৬ বলে ৭৪ ন.আ)। রায়পুরে জে পি দুমিনিদের হারিয়ে পয়েন্ট টেবলে চারে উঠে এল সানরাইজার্স। ১১ ম্যাচে ডেভিড ওয়ার্নারদের পয়েন্ট ১২। দিল্লি ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাতে।