টুকরো খবর

ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন স্টিফেন কনস্টানটাইন। এই ব্রিটিশ কোচ ২০০২ থেকে ’০৫ ভারতের কোচিং করিয়েছেন। কনস্টানটাইনের সঙ্গে এই সম্ভাব্যদের তালিকায় রয়েছেন নর্থ ইস্ট এফসি-র কোচ রিকি হার্বার্ট। তাঁর কোচিংয়ে নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলেছে। তবু কনস্টানটাইন এগিয়ে কেন? ফেডারেশন সূত্রের খবর, তাঁর কোচিংয়ে এলজি কাপ জিতেছে ভারত।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০১:৩৫
Share:

এগিয়ে কনস্টানটাইন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন স্টিফেন কনস্টানটাইন। এই ব্রিটিশ কোচ ২০০২ থেকে ’০৫ ভারতের কোচিং করিয়েছেন। কনস্টানটাইনের সঙ্গে এই সম্ভাব্যদের তালিকায় রয়েছেন নর্থ ইস্ট এফসি-র কোচ রিকি হার্বার্ট। তাঁর কোচিংয়ে নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলেছে। তবু কনস্টানটাইন এগিয়ে কেন? ফেডারেশন সূত্রের খবর, তাঁর কোচিংয়ে এলজি কাপ জিতেছে ভারত। এবং ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর ধারণাও রয়েছে। রবিবার ফেডারেশনের টেকনিক্যাল কমিটির মিটিং-এর পর ভাইচুং ভুটিয়া এই খবর জানান, কোনও দেশের কোচিং না করানোয় সম্ভাব্য কোচের তালিকা থেকে বাদ পড়লেন বেঙ্গালুরু এফসি-র কোচ অ্যাশলে ওয়েস্টউড। ভাইচুং নিজেই নাকি ওয়েস্টউডের বিষয়ে আপত্তি জানিয়েছেন। একই কারণে বাদ ট্রেভর জেমস মর্গ্যানও। এ দিকে রব বানের জায়গায় ভারতের টেকনিক্যাল ডিরেক্টর হতে পারেন স্কট ওডোনেল। অনূর্ধ্ব-১৭ ভারতীয় টিমের জন্য হয়তো কোনও জার্মান কোচ হবেন।

Advertisement

বিশ্ব ক্লাব কাপ রিয়ালের
নিজস্ব প্রতিবেদন

ট্রফিও জিতলেন, বিতর্কেও জড়ালেন। এক রাতেই দুই ভিন্ন মেজাজে পাওয়া গেল বিশ্বফুটবলের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডোকে। সের্জিও র্যামোস ও গ্যারেথ বেলের গোলের সৌজন্যে স্যান লরেঞ্জোকে ২-০ হারিয়ে বিশ্ব ক্লাব কাপ জেতে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে মাঠে উপস্থিত প্রতিটা ক্লাব সতীর্থ ও উয়েফা কর্তাদের সঙ্গে হাত মেলান রোনাল্ডো। তালিকা থেকে চমকপ্রদ ভাবে শুধু মাত্র বাদ ছিলেন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। যাঁকে দেখে হাত না মিলিয়েই এড়িয়ে যান পর্তুগিজ মহাতারকা।

ট্রফি জিতলেন অর্জুন
সংবাদ সংস্থা • দুবাই

চার বছরের খরা কাটিয়ে দুবাই ওপেনে আবার ট্রফির মধ্যে অর্জুন অটওয়াল। পাঁচ লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের টুর্নামেন্টে জিতে এ দিন প্রথমেই ধন্যবাদ দিলেন ঘনিষ্ঠ বন্ধু টাইগার উডসকে। উচ্ছ্বসিত অর্জুনের কথায়, “টাইগার আজ সকালেও টেক্সট করে। কঠিন সময়ে ও সব সময় পাশে থেকে উত্‌সাহ দিয়েছে।” কলকাতার গল্ফার চূড়ান্ত রাউন্ডে আট বার্ডি-সহ ৬৬ করে ট্রফি নিশ্চিত করলেন। মোট স্কোর ১৬-আন্ডার ২৭২। অর্জুনই প্রথম ভারতীয় যিনি গল্ফের সর্বোচ্চ ট্যুর পিজিএ-তে খেলেন, খেতাব জেতেন।

এরিয়ান চ্যাম্পিয়ন

ওএনজিসি কাপে চ্যাম্পিয়ন হল এরিয়ান। ফাইনালে তারা মিজোরামের ধিনতার এসসিকে হারাল সাডেন ডেথে ৭-৬ গোলে।


ব্রোঞ্জে সিআর সেভেন। যে শহরে তিনি বেড়ে উঠেছেন, পর্তুগালের মাদেইরাতে উদ্বোধন করা হল রোনাল্ডোর মূর্তি। ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন