Sports News

ব্রিটিশ মিডিয়ার অভিযোগ, প্রথম টেস্টে বল বিকৃত করেছেন বিরাট কোহালি

টেস্ট কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে ওঠার দিনই খারাপ খবর বিরাট কোহালির জন্য। যদিও খারাপ খবর বললে ভুল হবে বরং বলা যেতে পারে ব্রিটিশ মিডিয়ায় প্রকাশিত খবর। যেটা খারাপ। যেখানে কোহালির বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ২১:৪৫
Share:

টেস্ট কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে ওঠার দিনই খারাপ খবর বিরাট কোহালির জন্য। যদিও খারাপ খবর বললে ভুল হবে বরং বলা যেতে পারে ব্রিটিশ মিডিয়ায় প্রকাশিত খবর। যেটা খারাপ। যেখানে কোহালির বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছে। একটি ব্রিটিশ ট্যাবলয়েডে মঙ্গলবার এই অভিযোগ এনে বলা হয়, কিছু ফুটেজে দেখা গিয়েছে যেখানে বিরাট মুখ থেকে কিছু বের করে বলে লাগাচ্ছেন। সেই ট্যাবলয়েডে আরও দাবি করা হয়েছে, কোহালি মুখের অনেকটা ভিতরে হাত দিয়ে বলে লাগাচ্ছিলেন। রাজকোটে প্রথম টেস্টের ঘটনা। যেটা হয়েছিল ৯ থেকে ১৩ নভেম্বর। সেখানে এও বলা হয়েছে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে এ দৃশ্য।

Advertisement

ব্রিটিশ মিডিয়া দাবি করলেও কোনও অভিযোগ জানানো হয়নি ইংল্যান্ড দলের পক্ষ থেকে। এই নিয়ে কোনও মন্তব্যও করতে অস্বীকার করা হয় কুকদের তরফে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দল বল বিকৃতির অভিযোগ জানাতে পারে। তবে সেটা সেই ম্যাচ শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে জানাতে হবে। আইসিসির ৩.২.২.১এ ধারায় লেভেল ওয়ান অথবা লেভেল টু অপরাধ। যদিও ইংল্যান্ড দলের মতোই আম্পায়র বা ম্যাচ রেফারি এই নিয়ে কোনও মন্তব্য করেনি।

আরও খবর

Advertisement

টেস্ট কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহালি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement