বুমরাহে আটক মুম্বই, জয় পেল ধবনের দিল্লি

গত বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের থেকে রঞ্জির গ্রুপ ‘এ’-র ম্যাচে তিন পয়েন্ট কেড়ে নিল গুজরাত। সৌজন্যে ভারতের সীমিত ওভারের দলের তরুণ পেসার জসপ্রীত বুমরাহ।

Advertisement

সংবাদ সংস্থা

হুবলি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ০৩:০২
Share:

গত বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের থেকে রঞ্জির গ্রুপ ‘এ’-র ম্যাচে তিন পয়েন্ট কেড়ে নিল গুজরাত। সৌজন্যে ভারতের সীমিত ওভারের দলের তরুণ পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর ৭১ রানে ৬ উইকেট তোলার দাপটে গুজরাতের থেকে মাত্র ১০ রান দূরে থেমে যায় মুম্বইয়ের প্রথম ইনিংস। ফলে তারা মাত্র এক পয়েন্ট পায়। গুজরাত ড্র ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে পায় প্রতিপক্ষের চেয়ে আরও দু’পয়েন্ট বেশি। রাজনগর স্টেডিয়ামে চার দিনের ম্যাচের শেষ দিনের বাকি সময় ব্যাট করে গুজরাত দ্বিতীয় ইনিংসে করে ৮২-০। তাদের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিকারী প্রিয়ঙ্ক কিরিট দ্বিতীয় দফায় অপরাজিত হাফসেঞ্চুরি (৫৬ ন.আ.) করেন।

Advertisement

গ্রুপ ‘এ’-র এক অন্য ম্যাচে দিল্লি অবশ্য উত্তেজক লড়াইয়ে দু’উইকেটে জিতেছে রাজস্থানের বিরুদ্ধে। আগের দিন দ্বিতীয় ইনিংসে ৫১-৩ থাকা দিল্লির শেষ দিন সরাসরি জিততে আরও ১০২ রান দরকার ছিল। চোটে ভারতীয় দল থেকে ছিটকে পড়া শিখর ধবন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে দিল্লির দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করলেও একটা সময় তাদের হারের আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে এ দিন ধবনের আউটের পরে। কিন্তু লোয়ার অর্ডারে প্রথমে নীতিশ রানার লড়াকু ৩১ এবং পরে সুমিত নারওয়ালের অপরাজিত ২৭ রান দিল্লিকে জয়ের টার্গেটে (১৫৩) পৌঁছে দেয়। তারা করে ১৫৬-৮। দিল্লি পায় পুরো ৬ পয়েন্ট। রাজস্থান কোনও পয়েন্ট পায়নি। এই গ্রুপেই আছে বাংলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন