Sports News

ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের কিদাম্বি শ্রীকান্ত

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের র‌্যাঙ্কিংয়ে শ্রীকান্ত এখন শীর্ষে। পুরুষদের সিঙ্গল বিভাগে শ্রীকান্তের পয়েন্ট ৭৬৮৯৫। দীর্ঘদিন শীর্ষে থাকা ভিক্টরকে হারাতে হয়েছে ১৬৬০ পয়েন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ১৫:২৫
Share:

কিদাম্বি শ্রীকান্ত।—ফাইল চিত্র।

শীর্ষে কিদাম্বি শ্রীকান্ত। ব্যাডমিন্টনে দলগত ভাবে সোনা জয়ের পরই শ্রীকান্তের বিশ্ব ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসাটা নিশ্চিত হয়ে গিয়েছিল। আর বৃহস্পতিবার সরকারিভাবে শীর্ষে পৌঁছে গেলেন ভারতের কিদাম্বি। পিছনে ফেললেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে।

Advertisement

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের র‌্যাঙ্কিংয়ে শ্রীকান্ত এখন শীর্ষে। পুরুষদের সিঙ্গল বিভাগে শ্রীকান্তের পয়েন্ট ৭৬৮৯৫। দীর্ঘদিন শীর্ষে থাকা ভিক্টরকে হারাতে হয়েছে ১৬৬০ পয়েন্ট। কারণ তিনি মালয়েশিয়ান ওপেন টাইটেল ধরে রাখতে পারেননি। গত বছর ৪-৯ এপ্রিল হয়েছিল মালয়েশিয়ান ওপেন। এ বছর সেটা পিছিয়ে হয়েছে ২৬ জুন থেকে ১ জুলাই। কারণ কমনওয়েলথ গেমস।

২৫ বছরের শ্রীকান্ত চলতি কমনওয়েলথে মিক্স টিম ইভেন্টে সোনা জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন। সিঙ্গলসেও ভাল করছেন। সাইনার পর আবার শীর্ষে উঠলেন কোনও ভারতীয়। সাইনা এঅক নম্বরে পৌঁছেছিলেন ২০১৫তে। গোপীচাঁদের কাছেও এটা একটা বড় প্রাপ্তি। তাঁর কোচিংয়েই সাইনার পর শ্রীকান্ত বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছল।

Advertisement

আরও পড়ুন
শ্রেয়সীর সোনার দিনই ১ পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া বর্ষার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement