বিরাটদের জন্যেও আড়াইশোর বিশেষ উপহার

ইডেনে আসন্ন ভারত-নিউজিল্যান্ড টেস্টে দর্শকদের জন্য যেমন টক শো, নানা অনুষ্ঠান, ফান জোনের ব্যবস্থা থাকছে, তেমনই বিরাট কোহালি-কেন উইলিয়ামসনদের জন্যেও টেস্টটা স্মরণীয় করে রাখতে চায় সিএবি।

Advertisement
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪১
Share:

ছবি শঙ্কর নাগ দাস

ইডেনে আসন্ন ভারত-নিউজিল্যান্ড টেস্টে দর্শকদের জন্য যেমন টক শো, নানা অনুষ্ঠান, ফান জোনের ব্যবস্থা থাকছে, তেমনই বিরাট কোহালি-কেন উইলিয়ামসনদের জন্যেও টেস্টটা স্মরণীয় করে রাখতে চায় সিএবি। দেশের মাঠে ভারতের আড়াইশোতম টেস্টের স্মারক হিসেবে দুই টিমের প্লেয়ারদের উপহার দেওয়া হবে বিশেষ রুপোর কয়েন, যাতে ‘২৫০’ খোদাই করা থাকবে। এ ছাড়া সুনীল গাওস্কর-অনিল কুম্বলেদের টক শো-এ আমন্ত্রণ জানানো হবে বাংলার অধিনায়কদের। পিচ প্রস্তুতির কাজও পুরোদমে চলছে। এ দিন পিচ দেখে গেলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, ‘‘নতুন ঘাসে প্রথম দু’দিন বল ভাল যাবে। তৃতীয় দিন থেকে বলটা ঘুরবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement