সিএবি-র বর্ষসেরা অনুষ্ঠান

জীবনকৃতির প্রস্তাব অরুণ লালকে

সিএবি-র জীবনকৃতি পুরস্কার এ বছর সম্ভবত পেতে চলেছেন অরুণ লাল। বুধবার সিএবি-তে এক বৈঠকে এই পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হয়। এই বৈঠকে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুগ্মসচিব অভিষেক ডালমিয়াও ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৪:০৩
Share:

সিএবি-র জীবনকৃতি পুরস্কার এ বছর সম্ভবত পেতে চলেছেন অরুণ লাল। বুধবার সিএবি-তে এক বৈঠকে এই পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হয়। এই বৈঠকে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুগ্মসচিব অভিষেক ডালমিয়াও ছিলেন। আগামী মাসে সিএবি-র ওয়ার্কিং কমিটির সভায় এই প্রস্তাব গৃহিত না হওয়া পর্যন্ত অবশ্য সরকারি ভাবে এই ঘোষণা করবে না সিএবি। তবে অরুণলালকে এই সম্মান দেওয়ার প্রস্তাব ওয়ার্কিং কমিটি নাকচ করবে না বলেই ওয়াকিবহাল মহলের বিশ্বাস। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন কালীঘাট ক্লাবের ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায়। বাংলার সিনিয়র নির্বাচকদের সঙ্গে বসে এ দিন এই সিদ্ধান্ত নেন সৌরভরা। সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুদীপের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। রঞ্জি ট্রফিতে গত বার সুদীপ ১৬ ইনিংসে ৭৩৫ রান করেছিলেন। চারটি সেঞ্চুরি ছিল এর মধ্যে। বাংলার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান তাঁরই। সেরা পেস বোলার অশোক দিন্দা। গত বার রঞ্জিতে তিনি ৩৬টি উইকেট পেয়েছিলেন। বছরের সেরা জেন্টলম্যান ক্রিকেটার বাছা হয়েছে পঙ্কজ সাউকে এবং সেরা অনুর্ধ্ব ২৩ ক্রিকেটার হতে চলেছেন প্রমোদ চান্ডিলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement