ইডেনে সোমবারই বসছে স্থানীয় ক্রিকেটারদের ‘বিচারসভা’

স্থানীয় লিগের অভিযুক্ত ক্রিকেটারদের নিয়ে সোমবার বিচারসভা বসছে সিএবি-তে। যাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছেন খোদ সিএবি নিযুক্ত পর্যবেক্ষকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৩
Share:

স্থানীয় লিগের অভিযুক্ত ক্রিকেটারদের নিয়ে সোমবার বিচারসভা বসছে সিএবি-তে। যাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছেন খোদ সিএবি নিযুক্ত পর্যবেক্ষকেরা। তাঁদের দেওয়া রিপোর্ট নিয়েই এই বিচারসভা বসানো হবে ইডেন ক্লাব হাউসে।

Advertisement

সোমবার সারা দিন ধরে অভিযুক্ত ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁরা যে ঘটনায় অভিযুক্ত, সেই ঘটনার সংশ্লিষ্ট ক্রিকেটার, কোচ, কর্মকর্তা এবং পর্যবেক্ষককেও ডাকা হতে পারে বলে সিএবি সূত্রের খবর। প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগের অভিযুক্তদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে বলে শোনা যাচ্ছে। কারও বিরুদ্ধে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, কারও বিরুদ্ধে আম্পায়ারদের সঙ্গে তর্ক ও অপমান করার অভিযোগ। এমনকী সতীর্থকে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও নাকি রয়েছে। একই অপরাধ একাধিকবার করার অভিযোগ উঠেছে, এমন কুখ্যাত ক্রিকেটারও এই তালিকায় রয়েছে বলে সিএবি সূত্রের খবর।

এই অভিযুক্ত ক্রিকেটারদের সোমবার সিএবি-র টুর্নামেন্ট কমিটিতে হাজির হয়ে নিজেদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তাঁদের বক্তব্য শোনার পর তাঁদের শাস্তির সিদ্ধান্তও নিতে পারে এই কমিটি। বোর্ড বা আইসিসি-তে যেমন শৃঙ্খলাভঙ্গের জন্য ক্রিকেটারদের জরিমানা করা হয়, এ ক্ষেত্রে অবশ্য তা করা হবে না। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুব্রত সরকার বুধবার এই ব্যাপারে এ দিন বলেন, ‘‘অপরাধ গুরুতর হলে জরিমানা করার নিয়ম সিএবি-তে নেই। তবে সাসপেনশন হতে পারে।’’ কোন অপরাধে কত ম্যাচ সাসপেনশন, সেটা অবশ্য টুর্নামেন্ট কমিটিই ঠিক করবে। স্থানীয় ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গের ঘটনা কমাতেই নাকি এই পদক্ষেপ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন