বিসিবি অনূর্ধ্ব ১৫-এর কাছে গোহারান হারল সিএবি অনূর্ধ্ব ১৫

শান্তিনিকেতনে বিসিবি অনূর্ধ্ব ১৫-এর কাছে ইনিংস ও ১৭৯ রানে গোহারান হেরে গেল সিএবি অনূর্ধ্ব ১৫।আ‌মন্ত্রণমূলক সিরিজে তৃতীয় তিন দিনের এই ম্যাচের প্রথম ইনিংসে বিসিবি অনূর্ধ্ব ১৫ করে ৩৫৮

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৫
Share:

শান্তিনিকেতনে বিসিবি অনূর্ধ্ব ১৫-এর কাছে ইনিংস ও ১৭৯ রানে গোহারান হেরে গেল সিএবি অনূর্ধ্ব ১৫।আ‌মন্ত্রণমূলক সিরিজে তৃতীয় তিন দিনের এই ম্যাচের প্রথম ইনিংসে বিসিবি অনূর্ধ্ব ১৫ করে ৩৫৮। জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় সিএবি। সিএবি-কে ফলোওন করায় বিসিবি। দ্বিতীয় ইনিংসেও প্রায় কোনও প্রতিরোধই তৈরি করতে পারেনি সিএবি অনূর্ধ্ব ১৫। মাত্র ১৩৮ রানের মধ্যেই খতম হয়ে যায় তাদের সব জারিজুরি।

Advertisement

এই সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হলেও, নিয়ম অনুযায়ী প্রথম দুটি ম্যাচের প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য পয়েন্ট গেছে সিএবি অনূর্ধ্ব ১৫-এর পকেটে। তৃতীয় ম্যাচে জিতে আপাতত চনমনে বিসিবি।সিরিজের চতুর্থ ম্যাচ হবে ‌বর্ধমানে। তার আগে অবশ্য বাঁকুড়ায় হবে একটি একদিনের ম্যাচ।

আরও পড়ুন-শেষ ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে শেষ করাই লক্ষ্য বাংলাদেশের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement