IPL 2017

ব্যাটসম্যানদের হেলমেটে ক্যামেরা বসতে পারে এই আইপিএলে!

গত বার দেখা গিয়েছিল আম্পায়ারদের টুপিতে। এ বারে তার ডেবিউ হতে চলেছে ব্যাটসম্যানদের হেলমেটেও। সূত্রের খবর, এ বারের আইপিএলেই ব্যাটসম্যানদের হেলমেটে বসতে পারে ক্যামেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১৪:০৩
Share:

গত বার দেখা গিয়েছিল আম্পায়ারদের টুপিতে। এ বারে তার ডেবিউ হতে চলেছে ব্যাটসম্যানদের হেলমেটেও। সূত্রের খবর, এ বারের আইপিএলেই ব্যাটসম্যানদের হেলমেটে বসতে পারে ক্যামেরা।

Advertisement

ব্যাটসম্যানদের হেলমেটে ক্যামেরা লাগানোর দাবিটা অবশ্য উঠেছিল গত বছরই। আইপিএল কর্তৃপক্ষের সেই দাবি অবশ্য মেনে নেয়নি বিসিসিআই। এ বছরও বিষয়টি রয়েছে বিসিসিআইয়ের টেবিলেই। তবে সূত্রের খবর, এ বারে তা মেনে নেওয়ার সম্ভাবনাই প্রবল। আর তা যদি হয় তবে দর্শক ম্যাচের একেবারে রিয়েল টাইম ভিউ পাবেন। অর্থাত্ ব্যাটসম্যানরা কেমন ভাবে বল দেখেন, কোন শট কী ভাবে মারেন, তা একেবারে হাতে গরম দেখতে পাবেন দর্শক। সূত্রের খবর, ব্যাটারি-সহ ক্যামেরার ওজন হবে একশো গ্রাম।

আরও পড়ুন- বৃষ্টিভেজা নিজামের শহরে আজ শুরু ক্রিকেটের মহোৎসব

Advertisement

ব্যাটসম্যানদের হেলমেটে এই ধরনের ক্যামেরার ব্যবহার অবশ্য নতুন নয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যাটসম্যানরা হেলমেটে ক্যামেরা লাগিয়েই খেলেন। এ বার পালা আইপিএলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement