Cricket

যেন যুবরাজ! ছয় বলে ছয় ছক্কা মারলেন কিউয়ি বাঁ হাতি

বাঁ হাতি কার্টারকে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকাতে দেখে ক্রিকেটপ্রেমীরা নস্ট্যালজিক হয়ে পড়েন। তাঁদের স্মৃতিতে ভেসে ওঠেন যুবি। 

Advertisement

সংবাদ সংস্থা

ওয়েলিংটন শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ১৫:৫৮
Share:

ব্যাট হাতে ঝড় তুললেন লিও কার্টার।

যুবরাজ সিংহের স্মৃতি উস্কে দিলেন লিও কার্টার। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টি টোয়েন্টি লিগের খেলায় ছ’বলে ছ’টি ছক্কা হাঁকালেন এই বাঁ হাতি কিউয়ি ব্যাটসম্যান।

Advertisement

রবিবারের ম্যাচ ছিল ক্যান্টারবারি কিংস বনাম নর্দার্ন নাইটস-এর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে নাইটসরা করে ২১৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্টারবারি কিংসের ব্যাটসম্যান লিও কার্টার ব্যাট হাতে ঝড় তোলেন। ম্যাচের শেষ পাঁচ ওভারে ৩০ বলে ৬৪ রান দরকার ছিল ক্যান্টারবারির।

আন্তন দেভচিচের ওভারে কার্টার ছ’টি ছক্কা মারেন। তাঁর ওই রকম মারের জন্য হাতের বাইরে বেরিয়ে যেতে থাকা ম্যাচ সাত বল বাকি থাকতেই জিতে নেয় ক্যান্টারবারি। কার্টার ২৯ বলে ৭০ রানে অপরাজিত থেকে যান। বাঁ হাতি কার্টারকে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকাতে দেখে ক্রিকেটপ্রেমীরা নস্ট্যালজিক হয়ে পড়েন। তাঁদের স্মৃতিতে ভেসে ওঠেন যুবি। পঞ্জাবতনয় ছাড়া টি টোয়েন্টিতে ছ’টি ছক্কা মারেন আফগানিস্তানের জাজাই ও ইংল্যান্ডের হুইটলি।

Advertisement

আরও পড়ুন: তুষারপাতও আটকাতে পারল না, কাশ্মীরে গিয়ে দুর্দান্ত জয় পেল মোহনবাগান

ইয়র্কশায়ারের কার্ল ক্রেভারের ছ’টি বলে ছ’টি ছক্কা মেরেছিলেন উরস্টারশায়ারের রস হুইটলি। আফগানিস্তান প্রিমিয়ার লিগে আবদুল্লাহ মাজারির ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন জাজাই। যুবি নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে। তাঁদের আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার গ্যারি সোবার্স কাউন্টি ক্রিকেটে ছ’টি ছক্কার মালিক হয়েছিলেন।

গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশের ছয় বলে ছ’টি ছক্কা মেরেছিলেন নটিংহ্যামশায়ারের সোবার্স। বরোদার বাঁ হাতি স্পিনার তিলক রাজের এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন রবি শাস্ত্রী। ২০০৭ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ফন বাঞ্জকে এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন