Virat Kohli

সমর্থকদের কাছে কৃতজ্ঞ অধিনায়ক

মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় বিরাটের এই পোস্ট। সমর্থকদের প্রতিক্রিয়াও আসতে থাকে একে একে। এক সমর্থক লেখেন, ‘‘তোমার জন্য আমরা গর্বিত। এ ভাবেই ছন্দে থেকো, বিরাট।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০৪:১৭
Share:

ফাইল চিত্র।

ইনস্টাগ্রামে ১০০০তম পোস্টে সমর্থকদের ধন্যবাদ জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি। দীর্ঘ ১২ বছর তাঁকে সমর্থন জানানোর জন্য নিজের ১০০০তম ইনস্টাগ্রাম পোস্ট সমর্থকদের উদ্দেশেই নিবেদন করলেন বিরাট।

Advertisement

একটি ছবিও পোস্ট করেছেন ভারত অধিনায়ক। যেখানে দেখা যাচ্ছে তরুণ বিরাটের সঙ্গে ‘ফিস্ট থাম্প’ করছেন বর্তমান বিরাট। সমর্থকদের উদ্দেশে এই বিশেষ পোস্টের জন্যই এ ভাবে ছবিটিকে সাজিয়েছেন তিনি। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বিরাট লিখেছেন, ‘‘২০০৮ থেকে ২০২০। অনেক কিছু শিখেছি। আমি কৃতজ্ঞ আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য।’’

মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় বিরাটের এই পোস্ট। সমর্থকদের প্রতিক্রিয়াও আসতে থাকে একে একে। এক সমর্থক লেখেন, ‘‘তোমার জন্য আমরা গর্বিত। এ ভাবেই ছন্দে থেকো, বিরাট।’’ আরও এক সমর্থকের বক্তব্য, ‘‘অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে তৈরি রেখো। ওদের দেখিয়ে দিয়ো, স্মিথ, ওয়ার্নারের বিরুদ্ধেও সিরিজ জিতে ফিরতে পারি আমরা।’’

Advertisement

শুক্রবার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে বিরাটের একান্ত সাক্ষাৎকারের টিজার টুইটারে পোস্ট করেছে ভারতীয় বোর্ড। যেখানে নতুন চশমা পরতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। মায়াঙ্ক আগরওয়াল তো বলেই দিলেন, ‘‘চশমাটা খুব সুন্দর বিরাট ভাই।’’ বিরাটও খুশি হয়ে নিজের চশমা ঠিক করে পরে নিলেন। কয়েক দিনের মধ্যেই দেখানো হবে তাঁরই দলের তরুণ ওপেনার মায়াঙ্কের সঙ্গে বিরাটের এই সাক্ষাৎকার। যা নিয়ে এখন থেকেই উত্তেজিত সমর্থকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement