অধিনায়কত্ব সামলাতে মুখিয়ে অশ্বিন

মুম্বইয়ে একটি অনুষ্ঠানের ফাঁকে অশ্বিন বলেন, ‘‘কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনাটা তো অবশ্যই আছে। তবে সেটা কতটা সম্ভব করে তোলা যাচ্ছে, সেটা দেখতে হবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৩:৫৯
Share:

ভাবনা: কাউন্টি খেলার সময় পাবেন কি না, দ্বিধায় আর. অশ্বিন।

সীমিত ওভারের ক্রিকেটে তিনি এখন নিয়মিত নন। গত বছর তাই ইংল্যান্ডে ফাঁকা সময়টা উর্স্টারশায়ারের হয়ে কাউন্টি খেলেছেন। এ বারও কি তাই দেখা যাবে? বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ-টেস্টের সিরিজের আগে? তিনি— আর. অশ্বিন কিন্তু মনে করছেন, টেস্ট সিরিজের আগে কাউন্টি ক্রিকেট খেলার ব্যাপারটা কতটা বাস্তবোচিত তার উপর সব কিছু নির্ভর করবে।

Advertisement

মুম্বইয়ে একটি অনুষ্ঠানের ফাঁকে অশ্বিন বলেন, ‘‘কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনাটা তো অবশ্যই আছে। তবে সেটা কতটা সম্ভব করে তোলা যাচ্ছে, সেটা দেখতে হবে।’’ পাশাপাশি অশ্বিন আসন্ন আইপিএলে কিংগস ইলেভেন পঞ্জাবের অধিনায়কের দায়িত্ব সামলাতে মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘‘যতটা সম্ভব চেষ্টা করব এই দায়িত্ব সামলানোর। এটা আমার কাছে দারুণ চ্যালেঞ্জ। আইপিএলে আমার অভিজ্ঞতার সাহায্যে চেষ্টা করব অধিনায়ক হিসেবেও যতটা সম্ভব সেরাটা দেওয়ার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement