(বাঁ দিকে) কার্লোস আলকারাজ় এবং ক্যাসপার রুড (ডান দিকে)। ছবি: রয়টার্স।
দ্বিতীয় রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। হাঙ্গেরির অবাছাই খেলোয়াড় ফ্যাবিয়ান মারোজ়ানকে হারালেন ৩-১ সেটে। অন্য দিকে অব্যাহত রইল অঘটনও। সপ্তম বাছাই ক্যাসপার রুড দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১-৩ সেটের ব্যবধানে হেরে গেলেন পর্তুগালের অবাছাই খেলোয়াড় নুনো বর্জেসের কাছে।
প্রথম রাউন্ডের ম্যাচে চারটি ডাবল ফল্ট করেছিলেন আলকারাজ়। রাফায়েল নাদালের শিষ্যের খেলা খুশি করতে পারেনি টেনিস বিশেষজ্ঞদের একাংশকে। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও আলকারাজ়ের পারফরম্যান্স সন্তুষ্ট করবে না তাঁদের। ২ ঘণ্টা ৯ মিনিটের লড়াই জিতলেও হোঁচট খেতে হল গত বারের চ্যাম্পিয়নকে। প্রথম সেট সহজেই ৬-১ ব্যবধানে জিতে নেওয়ার পর ছন্দ ধরে রাখতে পারেননি। বিশ্বের ৫৮ নম্বরের কাছে দ্বিতীয় সেট হেরে যান ৪-৬ ব্যবধানে। ৪৭ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষ সমতায় ফিরতেই সম্বিত ফেরে আলকারাজ়ের। এর পর তাঁর আগ্রাসী টেনিসের অবশ্য আর জবাব দিতে পারেননি মারোজ়ান। ৬-১ ব্যবধানে মাত্র ২৪ মিনিটে তৃতীয় সেটে উড়িয়ে দেন হাঙ্গেরির প্রতিপক্ষকে। চতুর্থ সেটেও আলকারাজ় বিশেষ সুবিধা করতে দেননি প্রতিপক্ষকে। ৩০ মিনিটে শেষ করে দেন মারোজ়ানের আশা। চতুর্থ সেটের ফল আলকারাজ়ের পক্ষে ৬-২। শেষ পর্যন্ত খেলার ফল আলকারাজ়ের পক্ষে ৬-১, ৪-৬, ৬-১, ৬-২।
তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন অষ্টম বাছাই ইটালির লোরেনজ়ো মুসেত্তি। তিনি ৬-৪, ৬-০, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন কলম্বিয়ার ড্যানিয়েল গালানকে। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন চতুর্থ বাছাই জেসমিন পাওলিনি। তিনি ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন অস্ট্রেলিয়ার আজিলা টমলানোভিচকে। জিতেছেন অষ্টম বাছাই চিনের কিনওয়েন ঝেং।
অন্য দিকে, শুরুটা খারাপ করেননি রুড। প্রথম সেট সহজে জিতে নেন ৬-২ ব্যবধানে। মনে হচ্ছিল, পর্তুগিজ প্রতিপক্ষকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবেন। কিন্তু দ্বিতীয় সেটেই ছন্দপতন হয় রুডের। আর লড়াইয়ে ফিরতে পারলেন না নরওয়ের খেলোয়াড়। শেষ দু’টি সেট একপেশে ভাবে জিতে নেন বুর্জেস। টানা পরের তিনটি সেট তিনি হারলেন। শেষ পর্যন্ত ৬-২, ৪-৬, ১-৬, ০-৬ ব্যবধানে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হেরে ছিটকে গেলেন বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে। পর্তুগালের প্রথম খেলোয়াড় হিসাবে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন বুর্জেস। রুড অবশ্য চোট নিয়ে খেলেছেন। উল্লেখ্য, মঙ্গলবার ছিটকে গিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ডানিল মেদভেদেভ।