Sports News

কেন দলে যুবরাজ, উত্তর দিলেন বিরাট

একদিকে ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। অন্যদিকে প্রায় তিন বছর পর যুবরাজের একদিনের দলে জায়গা করে নেওয়া। তা নিয়ে স্বল্প সময়ের জন্য হলেও জলঘোলা কম হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ১৮:৫৯
Share:

যুবরাজ সিংহ ও বিরাট কোহালি।

একদিকে ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। অন্যদিকে প্রায় তিন বছর পর যুবরাজের একদিনের দলে জায়গা করে নেওয়া। তা নিয়ে স্বল্প সময়ের জন্য হলেও জলঘোলা কম হয়নি। কেউ বলেছে, ধোনিকে বাধ্য করা হয়েছে অধিনায়কত্ব ছাড়তে, আবার যুবরাজের বাবা সরাসরি বলেছেন ধোনি নেই বলেই দলে জায়গা পেয়েছেন যুবরাজ। দল নির্বাচনের পর যুবরাজের নাম জোড়ালো ভাবে প্রস্তাব করায় উঠেছে বিরাটের নামও। তবে তার জবাব রয়েছে ওয়ান ডে-র নতুন অধিনায়ক বিরাটের কাছে। এমনিতেই ভারতীয় ওয়ান ডে দল মিডল অর্ডারের সমস্যায় ভুগছে দীর্ঘদিন। মনীশ পাণ্ড্য, কেদার যাদব, হার্দিক পাণ্ড্যরা একদম নতুন। তেমন হলে ধোনিকে হার্দিকের আগে চার নম্বরে নিয়ে আসা হতে পারে। বিরাট বলেন, ‘‘আমরা আমাদের মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে অনেক আলোচনা করেছি যুবিকে নেওয়ার আগে। কারণ আমরা একা ধোনির উপর পুরো মিডল অর্ডারের দায়িত্ব চাপিয়ে দিতে পারি না।’’

Advertisement

আরও খবর: ধোনির নেতা বিরাট, বদলে দিয়েছে সিরিজের মানে

শুধু তাই নয় মিডল অর্ডারে ধোনি-যুবরাজ যুগলবন্দীও এক সময় বার বার সমস্যায় ফেলেছে প্রতিপক্ষের বোলারদের। বিরাট বলেন, ‘‘ধোনিকে ব্যাটিংয়ে উপর দিকে তুলে আনার দায়িত্ব আমি নিতে পারি। কিন্তু যদি উপরের ব্যাটসম্যানরা কোনওভাবে ব্যাটে সাফল্য আনতে না পারে তা হলে ধোনির সঙ্গে এমন কাউকে চাই যে ব্যাটিংটা চালিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের হাতে যদি ১৫-২০টি ম্যাচ থাকত তা হলে আরও পরীক্ষা-নিরিক্ষা করা যেত। কিন্তু একটা বড় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আমাদের হাতে রয়েছে মাত্র তিনটি ওয়ান ডে। যে কারণে সেরা অস্ত্রগুলোকে দেখে নিতে হত। দেখে নিতে হত যাদের নেওয়া হচ্ছে তারা সবাই ফর্মে রয়েছে।’’ যদিও গত তিন প্রায় ওয়ান ডে খেলেননি যুবরাজ সিংহ। অম্বাতি রায়াডুর কথা ভাবা হলেও টানা রঞ্জি ম্যাচের আর চোটের জন্য তাঁকে রাখা যায়নি। ‘‘এই মুহূর্তে কোনও জায়গা নিয়েই নতুনদের তুলে আনার মতো জায়গায় নেই আমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে সামনে। যে কারণেই যুবিকে দলে নেওয়া হয়েছে। রায়াডুর কথাও ভাবা হয়েছিল। আর ও দীর্ঘদিন চোটের জন্য বাইরে ছিল। যে কারণে ম্যাচ টাইমও পেত না। যুবি প্রথমশ্রেনীর ক্রিকেটে দারুণ খেলেছে। এই কারণে যে কোনও ক্রিকেটারের আগেই যুবির দলে আসার কথা ছিল।’’

Advertisement

যদিও বিরাটের মতে পাণ্ড্য, যাদবের মতো অনভিজ্ঞ মিডল অর্ডারের সঙ্গে ধোনি, যুবরাজের মতো অভিজ্ঞ প্লেয়ার থাকলে শক্তিশালী হবে দলের মিডল অর্জার। বিরাট বলেন, ‘‘আমার মতে এটা দলকে ভারসাম্য দেবে। যখন মিডল ও লোয়ার মিডল অর্ডারে যুবি ও ধোনি থাকবে। ওরা কেদার ও হার্দিককে গাইড করতে পারবে। আমার বিশ্বাস ওরা অনেক কিছু শিখবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন