৫ বছর ৯ মাস ৩০ দিন পর...

যুবরাজের অবিশ্বাস্য ইনিংসের পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বিশিষ্টরা।

Advertisement
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০৩:২৮
Share:

কটকে সেঞ্চুরির পরে যুবরাজ। ছবি: রয়টার্স।

Advertisement

Advertisement


কে কী বলছেন

অবিশ্বাস্য কাহিনি, অবিশ্বাস্য কামব্যাক। যুবরাজ... ভয়াবহ ক্যানসারকে হারানোই বিরাট ব্যাপার। কিন্তু তার পর ফিরে এসে আন্তর্জাতিক সেঞ্চুরি... চমকপ্রদ!!! এটাই শক্তি।
মাইকেল ভন

এই লোকটা ক্যানসারকে হার মানিয়েছে। এ দিন তো শুধু ইংরেজ বোলারদের হারাল। তোমার জন্য গর্বিত যুবরাজ সিংহ।
বীরেন্দ্র সহবাগ

এক সুপারস্টার আর এক রকস্টারের কী অসাধারণ পার্টনারশিপ!! শো-টা আমরা চুটিয়ে উপভোগ করলাম।
সচিন তেন্ডুলকর

যুবরাজ আর ধোনিকে এ ভাবে খেলতে দেখে যে কী ভাল লাগছে! সত্যিই, শেরোঁ কা জমানা হোতা হ্যায়...
শাহরুখ খান

ওয়েল প্লেড যুবরাজ। চাপের মুখে দুরন্ত মানসিকতা দেখালি। তোকে নিয়ে গর্বিত বন্ধু।

​ভিভিএস লক্ষ্মণ

আই লাভ যুবস্ট্রং! দারুণ খেলেছ বন্ধু। মেলবোর্ন থেকে আমার সমস্ত ভালবাসা পাঠালাম।

কেভিন পিটারসেন

ব্রিটিশদের চুরমার করল ভারতীয়রা! যুবরাজ সেই চ্যাম্পিয়ন যে অন্যদের ভুল প্রমাণ করে নিজেকে প্রমাণ করল।

অমিতাভ বচ্চন

যুবরাজ দেখাল চ্যাম্পিয়নকে রোখা যায় না। অসাধারণ... একশোয় একশো ভাই।

হরভজন সিংহ

উফ্, কী প্লেয়ার! কী ইনিংস! ভাল লোকেদের সঙ্গে ভালটাই হয়... কুর্নিশ।

পার্থিব পটেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement