ফর্মহীন কোহলির জন্য এ বার জার্সি নম্বর বদলের সুপারিশ

বিরাট কোহলির অভিশপ্ত ব্যাটিং ফর্ম অব্যাহত থাকল! আফগানিস্তান বোলিং এবং পয়া অ্যাডিলেড ওভালের কম্বিনেশনও তাঁকে স্বমহিমায় ফিরিয়ে দিতে ব্যর্থ। কোহলি আউট হয়ে গেলেন মাত্র ৫ রান করে। ক্রিজে ছিলেন নয় মিনিট। তার মধ্যেই একাধিক বার আউট হওয়ার উপক্রম করছিলেন। কোহলির শরীরীভাষা দেখে বেশ বোঝা যাচ্ছে রোগটা যত না ক্রিকেটীয় তার চেয়ে অনেক বেশি মানসিক। সমস্যার সমাধানও তাই শুধু নেটে পড়ে থাকা উচিত নয়।

Advertisement

গৌতম ভট্টাচার্য

অ্যাডিলেড শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৪
Share:

বিরাট কোহলির অভিশপ্ত ব্যাটিং ফর্ম অব্যাহত থাকল! আফগানিস্তান বোলিং এবং পয়া অ্যাডিলেড ওভালের কম্বিনেশনও তাঁকে স্বমহিমায় ফিরিয়ে দিতে ব্যর্থ। কোহলি আউট হয়ে গেলেন মাত্র ৫ রান করে। ক্রিজে ছিলেন নয় মিনিট। তার মধ্যেই একাধিক বার আউট হওয়ার উপক্রম করছিলেন। কোহলির শরীরীভাষা দেখে বেশ বোঝা যাচ্ছে রোগটা যত না ক্রিকেটীয় তার চেয়ে অনেক বেশি মানসিক। সমস্যার সমাধানও তাই শুধু নেটে পড়ে থাকা উচিত নয়।

Advertisement

দু’মাস আগে এই মাঠেই তাঁর জোড়া সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব কোহলিকে সচিনের যোগ্য উত্তরাধিকার বলছিল। অ্যাডিলেড ওভালে বসে সেই ইনিংস দেখে মোহিত হয়ে গিয়েছিলেন নিল হার্ভির মতো ঠোঁটকাটা বিশেষজ্ঞ। ক্রিকেটের চিরাচরিত বৈশিষ্ট্য হল, ব্যাটসম্যান অফ ফর্মে থাকলে সব সময় সেই সুড়ঙ্গ থেকে বার হওয়ার জন্য তার ফেভারিট ভেন্যুতে ফিরে যেতে চায়। অ্যাডিলেড হল ভারতীয় সহ অধিনায়কের সেই ভেন্যু।

অলঙ্করণ: বিমল দাস

Advertisement

অথচ ত্রিদেশীয় সিরিজ মাত্র ৮ রানের গড়-সহ শেষ করার পর প্রিয় মাঠে জোড়া প্রস্তুতি ম্যাচেই ব্যর্থ কোহলি! আগের দিন ১৮ করার পর আজ ৫। টম মুডি-মার্ক টেলরদের মতো অনেকেই বিশ্বকাপে ভারতের একমাত্র আশা হিসেবে কোহলিকে দেখছিলেন। তাঁর এমন ফর্ম চললে ভারতের সম্ভাবনা পাশের টেরেন্স নদীর তলদেশে খুঁজে পাওয়া উচিত।

সংখ্যাতত্ত্ববিদ সঞ্জয় জুমানি অবশ্য মনে করেন সমাধান কোহলির সামনেই পড়ে রয়েছে। সেটা পাকিস্তান ম্যাচের আগেই সম্ভব। শুধু কোহলিকে ফর্মে ফিরতে হলে জার্সি নম্বর বদলাতে হবে। আফগান ম্যাচে কোহলি আউট হয়ে যাওয়ার পর মুম্বই থেকে ফোনে জুমানি বললেন, “ওর পক্ষে ১৮ নম্বরটা ভুল নির্বাচন। ১ হল রবি। আর ৮ মানে শনি। এদের কম্বিনেশন কখনও ভাল নয়। শ্রীনগর, শ্রীলঙ্কা এগুলো সংখ্যাতত্ত্বের বিচারে যোগ করলে ১৮ হয়। মানে ধ্বংসাত্মক কিছু যে কোনও সময় ঘটতে পারে।”

ধোনির ভারতীয় দলের কেউ কেউ জুমানির পরামর্শ নিয়ে জার্সি নম্বর বদলেছেন। বদলে সেই নতুন জার্সিতে বিশ্বকাপ খেলছেন। অতীতে কেকেআর তাঁর পরামর্শে কালো জার্সি থেকে এখনকার বেগুনি রংয়ে চলে যায়। তা কোহলির জন্য তাঁর প্রেসক্রিপশন হল ২৭ নম্বর জার্সি। “ওর বয়স এখন সাতাশ চলছে। বৃশ্চিক রাশি। ২৭ হল মুন আর নেপচুন মিলে। ওর জন্য দারুণ ভাগ্য বয়ে আনবে,” দাবি করছেন জুমানি।

কোহলির টিমমেটরা জুমানির কাছে নিয়মিত গেলেও তিনি কখনও ও দিক মাড়াননি। জ্যোতিষ বা সংখ্যাতত্ত্ব গণনায় তিনি বিশ্বাসী নন। কোহলির বিশ্বাস পুরুষকার আর বীরবধে। ভারতীয় দলের সঙ্গে যুক্ত কেউ কেউ বলছিলেন, কাছ থেকে দেখে একবারও মনে হচ্ছে না ফর্ম হারিয়ে খুব মুষড়ে পড়েছেন বলে।

এ বার দেখার আগামী রোববারের মহাসংঘর্ষের দিনও ১৮ নম্বর জার্সি পরেই কোহলি-রাজ সাম্রাজ্য ফিরে পান কি না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন