ইউরোপা জিতেও অ্যাজ়ারদের নিয়ে চেলসিতে বিষণ্ণতা

কিন্তু এত কিছুর পরেও চেলসিতে বিষণ্ণতার ছবিটা স্পষ্ট। তার একটাই কারণ। চেলসির জয়ের সেনাপতি মাউরিসিয়ো সাররি ও আক্রমণের প্রধান তাস এডেন অ্যাজ়ারের পরের মরসুমে ক্লাব বদলানো প্রায় নিশ্চিত হয়ে যাওয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ০৪:২০
Share:

নায়ক: ইউরোপা লিগ ফাইনালে জোড়া গোল অ্যাজ়ারের। এএফপি

প্রায় অর্ধ দশক পরে ইউরোপা লিগ ঘরে তোলা। তাও আজ়ারবাইজানের রাজধানী বাকুতে আর্সেনালের মতো ক্লাবকে ৪-১ হারিয়ে।

Advertisement

এডেন অ্যাজ়ারের জোড়া গোল। অন্য দুই গোলদাতা অলিভিয়ের জিহু এবং পেদ্রো। গানার্সের আলেক্স ইয়োবি মাঝখানে ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু সেটা বুধবার রাতে ‘দ্য ব্লুজকে’ রুখে দেওয়া পক্ষে যথেষ্ট ছিল না।

ইংলিশ প্রিমিয়ার লিগে তিন নম্বরে থাকায় পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলা এমনিতেই নিশ্চিত হয়েছিল চেলসির। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের পরে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে ট্রফি তোলাও মুখের কথা নয়। তাও বাকুতে লন্ডন ডার্বির মঞ্চে শেষ হাসি হেসে।

Advertisement

কিন্তু এত কিছুর পরেও চেলসিতে বিষণ্ণতার ছবিটা স্পষ্ট। তার একটাই কারণ। চেলসির জয়ের সেনাপতি মাউরিসিয়ো সাররি ও আক্রমণের প্রধান তাস এডেন অ্যাজ়ারের পরের মরসুমে ক্লাব বদলানো প্রায় নিশ্চিত হয়ে যাওয়া। বুধবার ম্যাচের পরে এই দু’জনই যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে এটা স্পষ্ট।

বেলজিয়ামের মহাতারকা এডেন অ্যাজ়ারের কথাই ধরা যাক। পরের মরসুমে তাঁর জ়িনেদিন জ়িদানের রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় পাকা। ম্যাচের পরে অ্যাজ়ার নিজেই বলেছেন, ‘‘আমার মনে হয়, চেলসিকে দারুণ ভাবেই বিদায় জানানো গেল।’’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘‘এটাও ঠিক যে ফুটবলে শেষ পর্যন্ত কী হবে তা কেউ বলতে পারে না।’’

ইংল্যান্ডের ট্যাবলয়েডগুলিতে এই বিষণ্ণতার সুরেই প্রকাশিত হয়েছে চেলসির ইউরোপা লিগ জয়ের সমস্ত প্রতিবেদন। অ্যাজ়ার যাই বলুন, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ়ের কথাতেই পরিষ্কার যে পরের মরসুমে বেলজিয়ামের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। পেরেজ় বলেছেন, ‘‘গত মরসুমেই অ্যাজ়ারের রিয়ালে আসা প্রায় পাকা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ব্যাপারটা ভেস্তে যায়। এ বার কিন্তু আশঙ্কা কিছু আছে বলে আমার মনে হয় না। অ্যাজ়ার রিয়ালে আসছেই। আর এটা নিয়ে আমরা সবাই রীতিমতো উত্তেজিত।’’

সাররি নিজেও উচ্ছ্বসিত অ্যাজ়ারকে নিয়ে, ‘‘ছেলেটা বড় ভাল। শুধু খেলার জন্য বলছি না। মানুষ হিসেবেও অসাধারণ। ওকে বুঝতে আমার দু’তিন মাস লেগেছে। মনে হয়, সবার ক্ষেত্রেই সেটা হয়েছে। আর চেলসির হালফিলে সব সাফল্যের পিছনে যে অ্যাজ়ারের বড় ভূমিকা সেটা আমি না বললেও চলে।’’

কিন্তু সাররি নিজে কী করবেন?

আপাতত খবর একটাই। সাররি চেলসিতে থাকছেন না। পরের মরসুমে তাঁকে জুভেন্তাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যানেজারের ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা নিয়ে বুধবার রাতে তাঁকে প্রশ্ন করা হলে অবশ্য তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মন্তব্য করেন, ‘‘দেখুন আজকের দিন পর্যন্ত আমি চেলসির ম্যানেজার। এত সুন্দর উৎসবের একটা রাতে অন্তত পরবর্তী সময়ে কী হবে সেটা বলা একেবারেই ঠিক না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন