Chennai City FC

ইস্টবেঙ্গলকে দারুণ ভাবে লড়াইয়ে ফিরিয়ে আনল চেন্নাই সিটি এফসি

যে ইস্টবেঙ্গলের কাছে ৭-১ গোলে হেরে চেন্নাই দলকে শহর ছাড়তে হয়েছিল মাথা নিচু করে, তারাই সহজ করে দিল ইস্টবেঙ্গলের লিগ জয়ের রাস্তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ২১:০৩
Share:

মিনার্ভা পঞ্জাবকে হারিয়ে লিগের লড়াই জমিয়ে দিল চেন্নাই সিটি এফসি। ছবি: ফেসবুক।

আই লিগের লড়াই জমিয়ে দিল চেন্নাই সিটি এফসি। বলা ভাল যে ইস্টবেঙ্গলের কাছে ৭-১ গোলে হেরে চেন্নাই দলকে শহর ছাড়তে হয়েছিল মাথা নিচু করে, তারাই সহজ করে দিল ইস্টবেঙ্গলের লিগ জয়ের রাস্তা। চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা মিনার্ভা পঞ্জাবকে ২-১ গোলে হারিয়ে দিল চেন্নাই।

Advertisement

এ দিন ম্যাচের ৫ মিনিটেই অধিনায়ক সুসাইরাজের গোলে এগিয়ে যায় চেন্নাই সিটি এফসি। সুসাইরাজের হেড মিনার্ভা গোলরক্ষক আটকে দিলেও ফিরতি বলে গোল করে যান তিনি। তবে, লিড বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি চেন্নাই। ২৬ মিনিটে ভুটানি ‘রোনাল্ডো’ চেঞ্চোর গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে মিনার্ভা।

প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ১-১।

Advertisement

দ্বিতীয়ার্ধে ফের চেন্নাইকে এগিয়ে দেন র‌্যাকিচ। প্রতিআক্রমণ থেকে দারুণ গোল করে যান এই স্ট্রাইকার। ২-১ গোলের লিড নিয়ে তখন ম্যাচে প্রায় জাঁকিয়ে বসেছে চেন্নাই সিটি এফসি। তবে, পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মিনার্ভা। একের পর এক আক্রমণ তুলে আনে চেঞ্চো-ওপোকুরা। তবে, শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি।

আরও পড়ুন: অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ইব্রা?

আরও পড়ুন: গোয়ায় লজ্জার হার এটিকে-র, বিতর্ক ওয়েস্টউডকে নিয়ে

ম্যাচটি আরও বেশি ব্যবধানে জিততে পারত চেন্নাই যদি দু’টি সহজ সুযোগ মিস না করতেন চেন্নাইয়ের ফুটবলাররা। ফাঁকা নেটে বল ঠেলতে ব্যর্থ হন র‌্যাকিচ।

চেন্নাইয়ের এই জয়ে নিঃসন্দেহে শিলং লাজং এফসি-এর বিরুদ্ধে নামার আগে অক্সিজেন পেয়ে গেল খালিদ জামিল অ্যান্ড কোম্পানি।

এই ম্যাচে হারের ফলে ১৭ ম্যাচ থেকে মিনার্ভা পঞ্জাবের পয়েন্ট দাঁড়াল ৩২। এক ম্যাচ কম খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৯।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন