স্ত্রীর সঙ্গে পূজারা। ছবি: পূজারার টুইটার থেকে।
কন্যা সন্তানের বাবা হলেন চেতেশ্বর পূজারা। টুইটারে স্ত্রী ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেই সেই তথ্য জানালেন পূজারা। বাবার কোলেই রয়েছে কন্যা। যদিও তার মুখ দেখা যাচ্ছে না। ছবি পোস্ট করে লেখেন, ‘‘ছোট্ট মেয়েকে স্বাগত। উত্তেজিত আর দারুণ খুশি নতুন ভূমিকায় নিজেদের পেয়ে।’’
২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে কেনেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে খেলছেন বিজয় হাজারে ট্রফিতে। বৃহস্পতিবারই তাঁর টিম সৌরাষ্ট্র তিন উইকেটে বরোদাকে হারিয়ে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আইপিএল-এ সুযোগ না পেলেও তিনি খেলবেন কাউন্টিতে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বাবা হওয়ার আনন্দ।
গত জানুয়ারিতেই তাঁদের পরিবারে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন পূজারা। সেখানে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘আমরা আমাদের একগুচ্ছ আনন্দের জন্য অপেক্ষা করছি।’’ সেই অপেক্ষার শেষ হল পূজারা পরিবারের।
আরও পড়ুন
টি২০-এর শীর্ষে পাকিস্তানই, হিসেবে ভুল ছিল আইসিসির
দেখুন পূজারার টুইট
দেখুন পূজারার টুইট !
দেখুন পূজারার টুইট