চোটকেও হারিয়ে নায়ক ব্র্যাভো

বুধবার কাজানে পর্তুগাল বধের পরে ব্র্যাভো বলেছেন, ‘‘আমার চোট ছিল। তাই স্বাভাবিক খেলা আমি খেলতে পারিনি। তবে পুরো ব্যাপারটাই আমি খুব ঠান্ডা মাথায় সামলেছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৩:৫৯
Share:

মাসখানেক আগেও চোট ও খারাপ ফর্মের জন্য অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর ফুটবলজীবন। অথচ বুধবার রাতে পর্তুগালের বিরুদ্ধে টাইব্রেকারে পরপর তিনটি শট বাঁচিয়ে তিনি, ক্লদিও ব্র্যাভো-ই নায়ক। তবে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচেও পুরো ফিট ছিলেন না তিনি!

Advertisement

বুধবার কাজানে পর্তুগাল বধের পরে ব্র্যাভো বলেছেন, ‘‘আমার চোট ছিল। তাই স্বাভাবিক খেলা আমি খেলতে পারিনি। তবে পুরো ব্যাপারটাই আমি খুব ঠান্ডা মাথায় সামলেছি। কারণ এই ম্যাচটা ছিল আমার কাছে স্পেশ্যাল।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ইউরোপের অন্যতম সেরা দলকে হারানোর অনুভূতিটাই আলাদা।’’

পরপর দু’বার আর্জেন্তিনাকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রেও প্রধান ভূমিকা নিয়েছিলেন ব্র্যাভো। প্রথমবার কনফেডারেশন্স কাপ জিততেও তিনি ভরসা চিলের। আত্মবিশ্বাসী অধিনায়ক বলছেন, ‘‘গত দু’বছর ধরে আমরা দুর্দান্ত খেলছি। সাফল্যের বৃত্তটা সম্পূর্ণ হবে কনফেডারেশন্স কাপ জিতলেই।’’

Advertisement

চিলের দুর্দান্ত সাফল্যের রহস্যটা কী? ব্র্যাভো বলছেন, ‘‘আমরা কখনও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি। চ্যাম্পিয়ন যে হতে পারি, এটা আমরা বিশ্বাস করি। তবে এখনও অনেক ম্যাচ বাকি। তাই ছন্দ ও আত্মবিশ্বাস ধরে রাখাই এখন একমাত্র লক্ষ্য।’’

আরও পড়ুন: মেক্সিকোকে উড়িয়ে ফাইনালে জার্মানি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন