Sports News

আবারও রেকর্ডের পাহাড়ে গেইল

এখানেই শেষ নয়, গেইলই প্রথম ব্যাটসম্যান যাঁর ব্যাট থেকে এল ২০টি টি২০ সেঞ্চুরি। গেইলের ২০তম সেঞ্চুরির ইনিংস সাজানো ছিল ১৮টি ওভার বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ২১:৪১
Share:

ক্রিস গেইল। —ফাইল চিত্র।

তিনি মাঠে নেমেছেন আর রেকর্ড হবে না তা আবার হয় নাকি? খুব খারাপ ফর্মে না থাকলে তাঁর ব্যাট থেকে টুকটাক রেকর্ড হতেই থাকে। বিশেষ করে টি২০তে। তিনি এক কথায় ‘কিং অফ টি২০’। মঙ্গলবার আবারও রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন ক্রিস গেইল। এ বার বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

Advertisement

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্রিস গেইল। তিনিই প্রথম ব্যাটসম্যান যে টি২০তে ১১ হাজার রানের গণ্ডি পেড়িয়ে গেলেন। তাঁর পরেই রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। ৩০৯ ইনিংসে ম্যাকালামের রান ৮৫২৬।

এখানেই শেষ নয়, গেইলই প্রথম ব্যাটসম্যান যাঁর ব্যাট থেকে এল ২০টি টি২০ সেঞ্চুরি। গেইলের ২০তম সেঞ্চুরির ইনিংস সাজানো ছিল ১৮টি ওভার বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি।

Advertisement

আরও পড়ুন

সিরিজে টিকে থাকার লড়াইয়ে কাল মোহালিতে নামছে ভারত

বিরাটকে প্রোপোজ করেছিলেন, বিয়ের খবরে কী বললেন ইনি?

এই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়েও টি২০ সেঞ্চুরি। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও তাঁরই দখলে। টি২০তে গেইলের ছক্কার সংখ্যা দাঁড়াল ৮১৯টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনিই প্রথম ১০০ ছক্কা হাঁকালেন।

২২ রানের মাথায় গেইলের ক্যাচ ফেলেন সাকিব আল হাসান। তার পর ম্যাকালামের সঙ্গে ২০১ রানের পার্টনারশিপ গড়েন তিনি। যে কোনও টি২০ ফাইনালে এটাই সর্বোচ্চ পার্টনারশিপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement