Sports News

৫০০ ক্লাব গোল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর

দু’দিন আগেই জিতেছেন ব্যালন ডি’ওর। এ বার নতুন রেকর্ডও করে ফেলল্ন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাবের হয়ে নিজের নামের পাশে লিখে ফেললেন ৫০০তম গোল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ২০:২৮
Share:

ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি।

দু’দিন আগেই জিতেছেন ব্যালন ডি’ওর। এ বার নতুন রেকর্ডও করে ফেলল্ন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাবের হয়ে নিজের নামের পাশে লিখে ফেললেন ৫০০তম গোল। বৃহস্পতিবার ক্লাব ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ক্লাব আমেরিকারকে ০-২ গোলে হারানোর ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ৫০০ গোলের ক্লাবে ঢুকে পড়লেন রোনাল্ডো। ম্যাচের অতিরিক্ত সময়ে রডরিগেজের পাস থেকে গোল করে যান তিনি। যদিও পুরো ম্যাচে নিশ্চিত গোলের সুযোগ দু’বার নষ্টও করেন তিনি। এক বার তাঁর হেড পোস্টে লেগে ফেরে। আর একবার ছ’গজ বক্সের মধ্যে থেকেও গোলে বল রাখতে ব্যর্থ হন। কিন্তু শেষ বেলার বাজিমাত করে যান তিনিই।

Advertisement

আরও খবর:- ব্যালন জিতে মেসিকে খোঁচা রোনাল্ডোর

রোনাল্ডোর প্রথম ক্লাব গোল এসেছিল ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে। অবসরের আগে আরও ৫০০ গোল করতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement