— প্রতিনিধিত্বমূলক চিত্র।
চাকরি করতে করতেই পিএইচডি-র সুযোগ দেবে আইআইএসইআর, কলকাতা। প্রতিষ্ঠানের তরফে কেমিক্যাল সায়েন্সেস বিষয়ে পার্ট-টাইম পিএইচডি কোর্স করানো হবে। আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করবেন বিশেষজ্ঞেরা।
রসায়ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর যাঁরা চাকরি করছেন, তাঁদের ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। একই সঙ্গে অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
এ জন্য চাকরিজীবীদের বর্তমান সংস্থার থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) সই করিয়ে তা আবেদনের সময় জমা দিতে হবে। প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আগ্রহীদের ৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পর বাছাই করা প্রার্থীদের নাম ৯ ডিসেম্বর প্রকাশ করবে আইআইএসইআর, কলকাতা। ইন্টারভিউ ১০-১২ ডিসেম্বর হতে চলেছে। নাম নথিভুক্তিকরণ ২৯ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করা হবে।