Sports News

চ্যাম্পিয়ন্স ট্রফির দল এখনই ঘোষণা করতে বোর্ডকে নির্দেশ সিওএ-র

বিসিসিআই-আইসিসি সমস্যার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের উপর। আইসিসি-র সঙ্গে মতবিরোধের ফলে পেড়িয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ১৭:১৪
Share:

কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। ছবি: সংগৃহীত।

বিসিসিআই-আইসিসি সমস্যার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের উপর। আইসিসি-র সঙ্গে মতবিরোধের ফলে পেড়িয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিন। এমন কী আইসিসির এই ট্রফি না খেলারও হুমকি দিয়ে রেখেছিল বিসিসিআই। সেই মতই নির্ধারিত সময়ে দল না পাঠিয়ে আইসিসিকেই বার্তা দিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু সেটা যে দলেরই ক্ষতি করছিল। তা বুঝতে পেরেই হস্তক্ষেপ করল সিওএ।

Advertisement

আরও খবর: বিসিসিআইকে আইনি নোটিস পাঠাল পিসিবি

২৫ এপ্রিল ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল পাঠানোর শেষ দিন। সব দেশ সেই মতো দল পাঠিয়ে দিলেও ভারতের তরফে কোনও দল পাঠানো হয়নি। আইসিসির সঙ্গে বিতর্কের রেশ পড়েছে দলের উপর। কিন্তু তেমনটা হওয়া যে সঠিক নয় সেটা বুঝেই শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট নির্বাচিত কমিটি। বৃহস্পতিবার বিসিসিআইকে সিওএ একটি চিঠিতে নির্দেশ দিয় যে যত দ্রুত সম্ভব চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করে ফেলতে। সেখানে লেখা হয়, ‘‘ভারত যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ভারতে নিয়ে আসতে পারে সে জন্য যাবতীয় যা প্রয়োজন তা করতে হবে। ১ জুন থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। যার জন্য ২৫ এপ্রিলের মধ্যে দল ঘোষণা করার কথা ছিল। যা এখনও হয়নি। একটি মিটিং দ্রুত ডাকা হোক যেখানে এই দল বেছে নেওয়া হবে। এর পর আইসিসিতে পেশ করা হবে।’’

Advertisement

সিওএ এটাও পরিষ্কার করে বলে দিয়েছে, বিসিসিআই কর্তাদের এটা মনে রাখা উচিত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে তখন ভারত বিশ্বের এক নম্বর দল। কমিটির মতে, ভারতীয় দলকে সমস্যায় জর্জরিত না করে তাদের পুরো সমর্থন দেওয়া উচিত। এতদিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ নেওয়া নিয়ে অনেক জলঘোলা হয়েছে। খুব দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন বলেই তারা মনে করছেন। তাদের মতে ক্রিকেটাররা সবার আগে। সিওএ-র ধমকে নড়েচড়ে বসেছে বিসিসিআই। আশা করা হচ্ছে এ বার দ্রুতই ঘোষণা হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন