wrestling

CWG 2022: নিরাপত্তা নিয়ে হঠাৎ সংশয়, খালি করে দেওয়া হল কমনওয়েলথের কুস্তির স্টেডিয়াম

খালি করে দেওয়া হল কমনওয়েলথের কুস্তির স্টেডিয়াম। নিরাপত্তাজনিত সমস্যার কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৬:৫৭
Share:

কমনওয়েলথে দীপক পুনিয়ার লড়াই। ছবি: পিটিআই

আয়োজকদের জন্য লজ্জার ঘটনা ঘটল কমনওয়েলথ গেমসে। খেলা চলাকালীন মাঝপথে হঠাৎ খালি করে দেওয়া হয় কুস্তির স্টেডিয়াম। পরে জানা যায় স্টেডিয়ামের ছাদে লাগানো স্পিকার খুলে পড়ে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

মাত্র পাঁচটি হয়েছিল। তার পরেই দুর্ঘটনাটি ঘটে। এক ম্যাট চেয়ারম্যানের পাশে স্পিকারটি খুলে পড়ে। বিভিন্ন খেলার ফল ঘোষণা করার জন্য ওই স্পিকার লাগানো ছিল। সেভেন্টারি স্টেডিয়ামে এই ঘটনার পরেই কিছু ক্ষণের জন্য খেলা বন্ধ করা হয়।

ভারতীয় কুস্তিগির দীপক পুনিয়া সেই সময় সবে নিজের লড়াই জিতেছেন। পরে স্থানীয় সময় দুপুর ১২:৪৫ মিনিটে খেলা শুরু করা হয়। কুস্তির স্টেডিয়ামে থাকা এক কোচ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘সকলে নিরাপদে আছে। আয়োজকরা খুঁটিয়ে দেখছে কোনও রকম ত্রুটি রয়েছে কি না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন