ধোঁয়াশা রাখলেন মহেশ

ভারতের নতুন নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি মঙ্গলবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমাদের ফোকাসটা হওয়া উচিত কী করে তিন পয়েন্ট পাওয়া যায় এই টাই থেকে তার উপর। এক পয়েন্টের উপর নয়। ডাবলস ম্যাচটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টাতেও হবে। তবে আবার বলছি আমাদের ফোকাস তিন পয়েন্ট পাওয়া।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০৩:৫৬
Share:

ফাইল চিত্র।

উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে ভারতের ডাবলস জুটি কারা হবেন ধোঁয়াশা কাটল না।

Advertisement

ভারতের নতুন নন প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি মঙ্গলবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমাদের ফোকাসটা হওয়া উচিত কী করে তিন পয়েন্ট পাওয়া যায় এই টাই থেকে তার উপর। এক পয়েন্টের উপর নয়। ডাবলস ম্যাচটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টাতেও হবে। তবে আবার বলছি আমাদের ফোকাস তিন পয়েন্ট পাওয়া।’’

ভূপতি এই টাইয়ের জন্য চার জন সিঙ্গলস বিশেষজ্ঞ বাছার পর থেকেই ডাবলস ম্যাচে কারা নামবেন সেই জল্পনা শুরু হয়ে যায়। তবে লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্নাকে তাঁর রিজার্ভে রাখার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বজায় থাকবে কি না প্রশ্ন থাকছে। কেন না ভারতের এই মুহূর্তে এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় ইউকি ভামব্রি চোট পেয়ে ছিটকে গিয়েছেন। চোট সমস্যা ভোগাতে পারে উজবেকদেরও। তাদের এক নম্বর তারকা ডেনিস ইস্তোমিনের চোট রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement