ভারতীয় বোর্ডের নতুন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে রাহুল দ্রাবিড়ের থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হল। আইপিএলে রাজস্থান রয়্যালস মেন্টরের ঘনিষ্ঠমহল বলে দিল, বোর্ড প্রস্তাবিত কমিটিতে থাকতে দ্রাবিড় রাজি হচ্ছেন না। দ্রাবিড়কে দেশের অনূর্ধ্ব উনিশ টিম আর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বভার বহনের জন্য ভাবা হচ্ছিল। যে কমিটির অন্য দুই সদস্য হিসেবে বোর্ড ভাবছিল সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তৃতীয় সদস্যকে নিয়ে আপাতত জটের মুখে বোর্ড।