কোহালির আউট নিয়ে বিতর্ক

বিতর্ক যেন কিছুতেই এই সিরিজের পিছু ছাড়ছে না। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহালি এবং স্টিভ স্মিথ। সোমবার, তৃতীয় দিনেও কোহালির নামটা জড়িয়ে গেল বিতর্কে। তবে এ বার তাঁর আউটকে কেন্দ্র করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:৩৩
Share:

বিতর্ক যেন কিছুতেই এই সিরিজের পিছু ছাড়ছে না। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহালি এবং স্টিভ স্মিথ। সোমবার, তৃতীয় দিনেও কোহালির নামটা জড়িয়ে গেল বিতর্কে। তবে এ বার তাঁর আউটকে কেন্দ্র করে।

Advertisement

জস হেজেলউডের বলে কোহালিকে এলবিডব্লিউ দেন আম্পায়ার নাইজেল লং। ভারত অধিনায়ক মনে করেছিলেন, বল আগে তাঁর ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ‘রিভিউ’ চান। অনেকক্ষণ ধরে টিভি রিপ্লে দেখেও তৃতীয় আম্পায়ার নিশ্চিত হতে পারেননি, বলটা প্রথমে প্যাডে লেগেছিল না ব্যাটে। কিন্তু মাঠের আম্পয়ার কোহালিকে প্রথমে আউট দেওয়ার কারণে সেই সিদ্ধান্তই বহাল থাকে। যে সিদ্ধান্তে ভারতীয় শিবির রীতিমতো ক্ষুব্ধ।

তৃতীয় দিনের শেষে সাংবাদিকদের সামনে এসে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলে যান, ‘‘বিরাটের আউটের সিদ্ধান্তে আমরা সত্যিই খুব হতাশ। অবাকও হয়েছি। যদি নিশ্চিত ভাবে বোঝা যেত, বলটা আগে বিরাটের পায়ে লেগেছে, তা হলে কিছু বলার ছিল না। বিরাট সত্যিই খুব তেতে ছিল।’’

Advertisement

ব্যাটিং কোচের মনে হচ্ছে, দ্বিতীয় ইনিংসে তাঁর টিমের ব্যাটসম্যানরা নিজেদের অনেক ভাল ভাবে প্রয়োগ করেছেন। যার ফল, ম্যাচ এখন ৫০-৫০ অবস্থায় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন