বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। — ফাইল চিত্র।
শুক্রবার বিজয় হজারে ট্রফির দল ঘোষণা করে দিল দিল্লি। শক্তিশালী সেই দলের অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। খেলবেন বিরাট কোহলিও। তাঁকেও দলে রাখা হয়েছে। আপাতত প্রথম দু’টি ম্যাচের দলই ঘোষণা করা হয়েছে।
দিল্লি ক্রিকেট সংস্থার বিবৃতি অনুযায়ী, ইশান্ত শর্মা এবং নবদীপ সাইনিও খেলবেন বলে জানিয়েছেন। হর্ষিত রানা যদি ফাঁকা থাকেন তা হলে খেলবেন। এখন হর্ষিত ভারতের টি-টোয়েন্টি দলের সঙ্গে রয়েছেন। সিরিজ় শেষ শুক্রবার। তার পরে তিনি দিল্লি দলে যোগ দেন কি না, সেটাই দেখার।
২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত গ্রুপের সাতটি ম্যাচ খেলবে দিল্লি। পন্থ এবং কোহলিকে বাকি ম্যাচগুলিতেও পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ১১ জানুয়ারি। তার আগে প্রস্তুতির সময় দিতে হবে এই দু’জনকে। প্রথম দুই ম্যাচে দিল্লি খেলবে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাতের বিরুদ্ধে। দু’টি ম্যাচই হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যা আইপিএলে কোহলির ঘরের মাঠ।
আয়ুষ বাদোনিকে সহ-অধিনায়ক করা হয়েছে। সম্প্রতি আইপিএলের নিলামে ৩ কোটি টাকায় কেকেআর কিনেছে তেজস্বী সিংহকে। তাঁকে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে। এ ছাড়া যশ ধুল, প্রিয়াংশ আর্য, অর্পিত রানা, নীতীশ রানা, সার্থক রঞ্জন, দিবিজ মেহরার মতো নিয়মিত খেলা ক্রিকেটারেরাও সুযোগ পেয়েছেন। বোলিং বিভাগে রয়েছেন সিমরজিৎ সিংহ এবং প্রিন্স যাদব। হৃতিক শোকিন, হর্ষ ত্যাগী এবং বৈভব কান্ডপাল রয়েছেন স্পিনার হিসাবে।