পদ নিয়ে বিতর্ক

আইএফএ-র গভর্নিং বডির সভার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা বনাম জেলা নিয়ে তুলকালাম রাজ্য ফুটবলে। সহ-সচিবের পদকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ০৩:০৯
Share:

আইএফএ-র গভর্নিং বডির সভার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা বনাম জেলা নিয়ে তুলকালাম রাজ্য ফুটবলে। সহ-সচিবের পদকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। বুধবারের সভায় জেলার সব প্রতিনিধিকে ছেঁটে ফেলা হয়। তাঁদের জায়গায় যে চার জন পদে এলেন, সবাই কলকাতার ক্লাবের। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন জেলার প্রতিনিধিরা। জেলা ফেডারেশনের কোষাধ্যক্ষ ও উত্তর চব্বিশ পরগনা জেলার সচিব পৃথ্বীজিৎ ঘোষের দাবি, ‘‘জেলা থেকে অন্তত একজনকে সহ-সচিব পদে রাখা হয়। নব্বইয়ের দশক থেকেই এটা হচ্ছে। কিন্তু এ বার অন্যায় ভাবে জেলার সব পদ কেড়ে নেওয়া হয়েছে।’’ এ বারও জেলা থেকে সহ-সচিবের পদে পৃথ্বীজিৎ এবং তনুময় বসুর নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সহ-সভাপতির পদে নিয়ে আসা হয় ফেডারেশনের প্রেসিডেন্ট দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement