Copa America 2021

Copa America 2021: বাঁ পায়ে কোপা কাঁপালেন, তবু খুশি নন মেসি

লিয়োনেল মেসি এলেন, দাঁড়ালেন এবং বাঁ পায়ের জোরালো শটে গোল করলেন। যেন কত সহজ এই কাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ০৭:৫৫
Share:

ফ্রি কিক থেকে গোল করা মেসির কাছে যেন কোনও ব্যাপারই নয়। ছবি: টুইটার থেকে

ডি বক্সের বাইরে, গোল পোস্ট থেকে প্রায় ৩০ গজ দূরে ফ্রি কিক পেল আর্জেন্টিনা। লিয়োনেল মেসি এলেন, দাঁড়ালেন এবং বাঁ পায়ের জোরালো শটে গোল করলেন। যেন কত সহজ এই কাজ। মেসি গোল করলেও জয় পেল না আর্জেন্টিনা। ১-১ ব্যবধানে চিলের বিরুদ্ধে শেষ হল ম্যাচ।

Advertisement

ফ্রি কিক থেকে গোল করা মেসির কাছে যেন কোনও ব্যাপারই নয়। ৩৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। যদিও ম্যাচ জিততে না পেরে খুশি হতে পারছেন না। সতীর্থদের জন্য প্রচুর সুযোগ তৈরি করে দিলেও গোল করতে ব্যর্থ তাঁরা। ম্যাচ শেষে মানসিক ভাবে ক্লান্ত মেসি বলেন, “ম্যাচটা আমরা জটিল করে ফেললাম। আমাদের শান্ত হতে হবে। বলের ওপর নিয়ন্ত্রণ রেখে দ্রুত খেলা চালিয়ে যেতে হবে। তবে পেনাল্টিটাই পাল্টে দিল ম্যাচটা।”

বার্সেলোনার জার্সিতে এমন গোল করতে বহু বার দেখা গিয়েছে মেসিকে। দেশের জার্সিতেও সেই চেনা ছন্দে মেসি। কোপা আমেরিকার প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন সেটা। তবে গোলের প্রচুর সুযোগ তৈরি করলেও জালে বল ঢোকাতে ব্যর্থ হয়েছেন তাঁর সতীর্থরা। পরের ম্যাচ শনিবার উরুগুয়ের বিরুদ্ধে। গ্রুপ বি-র সেই ম্যাচে অবশ্যই জয় পেতে চাইবেন মেসি। তাঁর যে স্বপ্ন দেশকে বড় ট্রফি জেতানো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement